সম্যক খান, মেদিনীপুর: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়ে সমালোচনার মুখে বিজেপি সাংসদ। মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।
রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কুশবাসান এলাকায় একটি সভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে যোগ দিয়েছিলেন সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই এদিনও মঞ্চ থেকে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করেন তিনি। বলেন, “মোদিজি বলেছেন সব রাস্তা পাকা করে দাও। সব বাড়ি পাকা করে দাও। কিন্তু এখানে এসে দেখছি, না রাস্তা আছে, না বাড়ি। কিন্তু এখানকার মানুষের অন্যায়টা কী।”
সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষ আরও বলেন, “দিদির দূতরা বাড়িতে এলে জিজ্ঞেস করবেন, কেন পাকা বাড়ি, রাস্তা হয়নি। ভোট দিয়েছি আমরা আর পাকা বাড়ি হয়েছে আপনাদের।” এরপরই বেফাঁস মন্তব্য করেন দিলীপ। বলেন, “এবার দিদির দূতেরা ভোট চাইতে এলে নারকেল নাহলে ইউক্যালিপতটাস গাছে বেঁধে রাখবেন।”
মন্তব্যের নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, “দিলীপবাবু মানসিকভাবে ভেঙে পড়েছেন। এখন নিজেদের অস্তিত্ব জাহির করতে অনেক কথা বলছে। ওনারা যত এসব বলবে তত মানুষের তৃণমূলের প্রতি আস্থা বাড়বে। প্রসঙ্গত, দিলীপ ঘোষের এহেন মন্তব্যে একেবারেই নতুন নয়। বরাবরই আর পাঁচজনের থেকে আলাদা তিনি। বিরোধীদের সর্বদা চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা যায় তাঁকে। যার জেরে বিপাকেও পড়তে হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.