প্রতীকী ছবি।
সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। সঙ্গে তিন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। নদিয়ার ধানতলা এবং হাঁসখালি থানার যৌথ উদ্যোগে এই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার গাংনাপুরে অভিযান চালায় পুলিশ। সেখানে তিনজন ভারতীয় দালালের বাড়িতেই আশ্রয় নিয়েছিল অনুপ্রবেশকারীরা। তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দুই জন মহিলা ও ৪ জন পুরুষ। আজ শুক্রবার তাদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই নিয়ে গত দুমাসে প্রায় ২১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ।
বৃহস্পতিবারই ১০ জন বাংলাদেশি ও ৫ জন দালালকে গ্রেপ্তার করে হাঁসখালি এবং ধানতলা থানার পুলিশ। বুধবার রাতে যৌথভাবে বিশেষ অভিযান চালায় তারা। তাদের চারটি মামলায় আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে হিন্দুদের উপর বেছে, বেছে আক্রমণ চলছে বলে অভিযোগ। এই আবহে অনেকেই ‘প্রাণ বাঁচাতে’ নদিয়া জেলার সীমান্ত এলাকায় পালিয়ে আসছে। কেউ রুটিরুজির তাগিদে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। কেউ আবার জেহাদের জাল বুনতে সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই সুযোগে মানবপাচারকারী ভারতীয় চক্র সক্রিয় হয়ে উঠেছে। কয়েকদিন আগে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) লাল্টু হালদার কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, এই পাচারকারী চক্রকে নির্মূল করবেন তাঁরা। এরপর থেকেই জেলাজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.