Advertisement
Advertisement

Breaking News

২৪ ঘণ্টা বনধের পর সচল হল পেট্রাপোল-বেনাপোল সীমান্ত

সচল সীমান্তে ট্রাকের ধাক্কায় মৃত শ্রমিক৷

After the 24-hour strike, Petrapole-Benapole border reopen

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 8:45 pm
  • Updated:June 27, 2018 8:45 pm  

সুকুমার সরকার ও সোমনাথ পাল: একদিন বন্ধ থাকার পর আবারও সচল হল পেট্রাপোল-বেনাপোল সীমান্ত। ইতিমধ্যেই পুরোদস্তুর কাজকর্ম শুরু হয়ে গিয়েছে সীমান্তে৷ বুধবার দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছে আমদানি রপ্তানি ট্রাকের আসা যাওয়া৷ অন্যদিকে একইদিনে পেট্রোপোলে বাংলাদেশ থেকে আগত একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের৷

[গাছেই মৃত্যু ‘গেছুরে’ গোপালের, শোকে পাথর কাটোয়া]

Advertisement

বেনাপোল বন্দরে আগুনে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপূরণ-সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে বনধ চলছিল৷ বনধের ডাক দিয়েছিল উত্তর-২৪-পরগণার পেট্রাপোল সীমান্তের ইমপোর্ট-এক্সপোর্ট মেনটেন্যান্স কমিটি৷ ফলে সম্পূর্ণ রূপে বন্ধ ছিল সেখানকার কাজ৷ একদিন কাজ বন্ধের ফলে বেনাপোল এলাকায় বেড়েছিল যানজট। লাইন দিয়ে দাঁড়িয়েছিল সারি সারি পণ্যবাহী ট্রাক৷ বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব অধিকর্তা জানান, ইতিমধ্যেই আমদানি পণ্য পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে প্রবেশ করতে শুরু করেছে। শুরু হয়েছে রপ্তানির কাজও৷ বেনাপোল সীমান্তের ট্রাফিক সার্জেন আমিনুল ইসলাম বলেন, উভয়পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মীমাংসা পাওয়া গিয়েছে৷ ফলে পুনরায় বাণিজ্যের কাজ শুরু হয়েছে৷ সচল হয়েছে সীমান্ত। দ্রুত পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কার্যকর্তাদের৷

[দেদার বালি পাচারে গতিপথ হারিয়ে মুছে যাচ্ছে দামোদর]

অন্যদিকে, বাংলাদেশ থেকে আগত একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ভারতীয় শ্রমিকের৷ মৃতের নাম চিত্তরঞ্জন দাস, বয়স ৫৫৷ বুধবার দুপুরে পেট্রাপোল থানার ইন্টিগ্রেটেড চেক পোস্টে ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় সূত্রে খবর, ওই শ্রমিক চেক পোস্টের ভিতর সাজানো ফুলের বাগানে জল দিচ্ছিলেন৷ তখনই বাংলাদেশ থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাকে৷ গুরুতর আঘাত লাগে তাঁর মাথায়৷ রক্তাক্ত অবস্থায় জখম ওই ব্যক্তিকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ঘাতক ট্রাকের চালককে আটক করে বেধড়ক মারধর করেন স্থানীয়রা৷ তাকেও জখম অবস্থায় বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement