নিজস্ব সংবাদদাতা: নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে বিয়ে করে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গোয়ালজান পশ্চিমপাড়ায়৷ অভিযুক্ত যুবক ও তার পরিবারের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার বাড়ির লোক৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা৷ পুলিশ সূত্রে খবর, গোয়ালজান হাইস্কুলের ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে৷ শনিবার দুপুরে ওই ছাত্রীকে দেখা করতে বলে অভিযুক্ত যুবক৷ এরপর বেড়াতে যাওয়ার অছিলায় কান্দি থানার গোকর্ণে এক বন্ধুর আত্মীয়ের বাড়িতে ওই ছাত্রীকে নিয়ে যায় সে৷ শনিবার রাতেই জোর করে সিঁদুর পরিয়ে তাঁর মেয়ের সঙ্গে সহবাস করে ওই প্রতিবেশী যুবক৷ এমনই অভিযোগ নির্যাতিতার মায়ের৷ ছাত্রীর মা জানান, “ছেলেটির বাড়ির লোকেরা গোটা বিষয়টি জানত৷ রবিবার, ছেলেটির দাদা ও বউদি গোকর্ণে গিয়ে ছেলেটিকে অন্যত্র পাঠিয়ে দেয় এবং মেয়ের সিঁদুর মুছে ওদের বাড়িতে নিয়ে যায় এবং আমাদের খবর দেয়৷”
এদিকে বহরমপুর থানার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন ছাত্রীটির বাবা৷ তাঁর অভিযোগ, “শনিবার রাতে লিখিত অভিযোগ করা হলেও পুলিশ ঘটনার তদন্তে যায়নি৷ সোমবার সকালে আসতে বলা হয়৷ এমনকী সোমবারও থানায় ঘণ্টা তিনেক বসিয়ে রাখা হয়৷” যদিও বহরমপুর থানার এক আধিকারিক জানান, “ছাত্রীটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ মেডিক্যালে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে নির্যাতিতার৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে অভিযুক্তরা পলাতক৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.