দিব্যেন্দু মজুমদার, হুগলি: কলকাতার পর এবার হুগলি (Hooghly)। ‘নতুন’ তৃণমূলের (TMC) আবির্ভাব নিয়ে ফের বিতর্কিত পোস্টার পোলবার চৌতারায়। পোস্টারে লেখা – ‘আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল’। এই পোস্টারকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রীতিমতো রাজনৈতিক বিতর্ক ছড়াল পোলবায় (Polba)।
অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি-সহ ফ্লেক্সের ভিতর একটি জায়গায় আবার লেখা রয়েছে – ভারত মাতা কি জয়। রাত্রে কে বা কারা চৌতারা অঞ্চলে এই ফ্লেক্সগুলি টাঙিয়ে দিয়েছে, সে সম্পর্কে তা স্থানীয়রা অন্ধকারে, কেউই কিছু বলতে পারছেন না। কিন্তু রবিবার এই পোস্টার প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলের রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
বিজেপি (BJP) নেতৃত্বের একাংশের মতে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তবে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) পোস্টার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ”পুরনো চোরদের বিদায় হচ্ছে, নতুন চোরেরা ঢুকছে। পুরো তৃণমূলই দুর্নীতিগ্রস্ত।” তাঁর মতে, নতুন-পুরনো সব একই, শুধু লেবেল চেঞ্জ হয়েছে। এহেন বিতর্কিত পোস্টার কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর দাবি, আজ চুঁচুড়ায় দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের সভা আছে। সভার আগে এটা বিজেপির চক্রান্ত।
মঙ্গলবার দক্ষিণ কলকাতার রাসবিহারী, কালিঘাট, ভবানীপুর-সহ বিভিন্ন এলাকায় নজরে পড়েছিল বেশ কিছু পোস্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেই পোস্টারের কোনওটিতে লেখা, “আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।” কোথাও লেখা – “চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪ এর লড়াই।” কোনও পোস্টারে আবার লেখা, নিচে লেখা, “আশ্রিতা ও কলরব।” অর্থাৎ তাঁদের তরফে দেওয়া হয়েছে এই পোস্টার। কিন্তু কী এই নতুন তৃণমূল? তা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। হোর্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, তাও নজর কেড়েছে সকলের। সেই চর্চা আরও বাড়ল পোলবার পোস্টারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.