সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সদ্যই দলবদল করেছেন তিনি। তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছেন বিরোধী বিজেপি (BJP) শিবিরে। আর তারপর প্রথমবার কাঁকসায় ফিরে নিজের পুরনো দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সুর চড়ালেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি।
সাংসদের দাবি, তাঁর উপর তৃণমূল হামলা করার পরিকল্পনা করছে তৃণমূল। তাই বিভিন্নভাবে তাঁর দিকে দলীয় নেতাকর্মীদের এগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সুনীল মণ্ডলের। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে দলবদলের হিড়িক লেগেছে। অনেকেই দলবদলের জন্য প্রস্তুত বলে দাবি করেন বর্ধমান পূর্বের সাংসদ। তিনি দাবি করেন, তৃণমূলের মন্ত্রী-সাংসদ আর নেতারা দল ছাড়ার জন্য ফোন শুরু করেছেন। চলতি মাসেই ফের বেশ কয়েকজন দলবদল করতে পারেন বলেও দাবি তাঁর।
রবিবার দুর্গাপুরের কাঁকসার বাড়িতে ফিরলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mandal)। বিশেষ নিরাপত্তাবাহিনী নিয়ে এদিন নিজের বাড়িতে ঢোকেন তিনি। বিজেপি কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দেন। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বর্ধমান পূর্বের সাংসদ। বলেন, “জানুয়ারি মাসেই তৃণমূল কংগ্রেসে ধস নামবে। আর ৩১ জানুয়ারি রাজ্যের তৃণমূল সরকার সংখ্যালঘু হয়ে পড়বে। আর সামনের নির্বাচনে ঘাসফুলের প্রতীকে কাউকে দাঁড় করানোর জন্য খুঁজে পাওয়া যাবে না।”
রবিবারও পিকের (Prashant Kishor) আই প্যাক বাহিনীর বিরুদ্ধে সুর চড়ান বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। অভিযোগ করেন, “একজন ব্যাপারীর কাছে আমাদের রাজনীতি শিখতে হবে? কী করব আর কী করব না সেটাও ওরা ঠিক করে দিচ্ছিল। এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। ভিতরের এই যন্ত্রণা থেকে তৃণমূল নেতামন্ত্রীরা দল ছাড়ছেন বলেও দাবি সাংসদ সুনীল মণ্ডলের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সুর চড়ান তিনি। তাঁকে সরাসরি ‘দেশদ্রোহী’ বলে দোপ দাগেন একদা তৃণমূল নেতা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.