নন্দন দত্ত, বীরভূম: পঞ্চায়েত মামলায় হাই কোর্টের রায়ে বিপাকে কমিশন। সিপিএমের ই-মনোনয়নের আরজি মঞ্জুর করেছে বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। তাদের দাবি, বীরভূম জেলা পরিষদের ২০টি আসনে ই-মেল মারফৎ মনোনয়ন জমা দিয়েছেন দলের প্রার্থীরা। এদিকে আবার বিনা লড়াইয়ে জেলা পরিষদের ৪২টি আসনে জয়ের শংসাপত্র পেয়ে গিয়েছেন শাসকদলের প্রার্থীরা।
[সিপিএমের ই-মনোনয়নের আরজি মঞ্জুর আদালতে, পঞ্চায়েত ঘিরে ফের ধোঁয়াশা]
বিনা ভোটে বীরভূম জেলা পরিষদ দখল করে ফেলেছে শাসকদল। সবকটি আসনে জয়ে শংসাপত্রও পেয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। কিন্তু, ই-মনোনয়ন নিয়ে হাই কোর্টের রায়ে প্রশ্নে মুখে শাসকদলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা। পরিবর্তিত পরিস্থিতিতে বীরভূম জেলা পরিষদের ২০টি আসনে ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের প্রথম দফায় মনোনয়নের পর দেখা দিয়েছিল, জেলা পরিষদের ৪২ আসনে সিপিএমের একজনও প্রার্থী নেই। বস্তুত, ৪১ আসনেই মনোনয়ন পেশ করতে পারেনি বিরোধীরা। একটি আসনে মনোনয়ন পেশ করেছিলেন বিজেপি প্রার্থী চিত্রলেখা মজুমদার। পরবর্তীকালে মনোনয়ন প্রত্যাহার করে শাসকদলে যোগ দেন তিনি। পরে আদালতের নির্দেশে মনোনয়ন পেশের জন্য অতিরিক্ত একদিন সময় পেয়েছিল বিরোধীরা। সিপিএমের দাবি, দ্বিতীয় দফায়ও শাসকদলের সন্ত্রাসে সশরীরে হাজির হয়ে মনোননয়ন পেশ করতে পারেননি প্রার্থীরা। তবে ই-মেল মারফৎ বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনেই মনোনয়ন জমা দিয়েছিলেন তারা। ২০টি আসনে দলের প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে দাবি করেছে সিপিএম।
[কাঁথিতে তৃণমূলকে রুখতে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম!]
পঞ্চায়েত আইন অনুযায়ী, এসডিও বা বিডিও অফিসে সশরীরে হাজির হয়ে মনোনয়ন পেশ করতে হয় প্রার্থীদের। ই-মেল করে মনোনয়ন পেশ করা যায় না। তাই বীরভূম জেলা পরিষদের সিপিএম প্রার্থীদের মনোনয়ন গ্রাহ্য করেনি কমিশন। উলটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২টি আসনেই শাসকদলের প্রার্থীদের জয়ের শংসাপত্র দিয়ে দেওয়া হয়। ই-মনোনয়ন গ্রহণের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল সিপিএম। মঙ্গলবার তাদের আরজি মঞ্জুর করেছে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট নির্দেশ, ই-মেলে পাঠানো মনোনয়নও গ্রহণ করতে হবে কমিশনকে। ই-মনোনয়ন নিয়ে কমিশনকে রীতিমতো ভর্ৎসনা করেছে কলকাতা হাই কোর্ট। সুতরাং বীরভূম জেলা পরিষদের ২০টি আসনে যদি ই-মেল করে মনোনয়ন পেশ করে থাকেন সিপিএম প্রার্থীরা, তাহলে সেই মনোনয়নগুলি কমিশনকে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে ওই ২০টি আসনে ভোট হবে।
[পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে যোগ ২ হাজার তৃণমূলকর্মীর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.