Advertisement
Advertisement

তৃণমূল সাংসদ দোলা সেনের বিরুদ্ধে বিমানে অভব্য আচরণের অভিযোগ

শিব সেনার পর এবার তৃণমূল সাংসদ।

After Gaikwad, TMC MP Dola Sen creates ruckus on AI flight
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2017 12:15 pm
  • Updated:December 20, 2019 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনার পর এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিমানে উঠে অভব্য আচরণের অভিযোগ৷ এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে অভব্য আচরণের অভিযোগ তৃণমূল সাংসদ দোলা সেনের বিরুদ্ধে৷ তাঁর আচরণের জন্য দিল্লি-কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার বিমান উড়তে ৪০ মিনিট দেরি হয় বলে অভিযোগ এয়ারলাইন্স সূত্রে৷

সূত্রের খবর, সিকিউরিটি প্রোটোকল মানতে চাননি তৃণমূল সাংসদ৷ একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট মোতাবেক, দোলা সেনের মা’কে ‘এমার্জেন্সি এক্সিট’-এর পাশের আসন থেকে সরে আসার অনুরোধ করেন এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মী৷ কিন্তু তাতে আপত্তি জানান দোলা সেন৷ তিনি নাকি চেঁচামেচি জুড়ে দেন৷ যদিও এই বিষয় মুখ খুলতে চাননি অভিযুক্ত তৃণমূল সাংসদ৷ শেষ পর্যন্ত বিমানের অন্য একটি আসনে দোলা সেনের মা’কে বসানোর বন্দোবস্ত করা হয়৷ যদিও এই সব ঘটনার জন্য বিমান ছাড়তে ৪০ মিনিট দেরি হয় বলে অভিযোগ৷

Advertisement

[২৫ নয়া চুক্তির প্রস্তাব নিয়ে দিল্লিতে হাসিনা, রাতেই পৌঁছচ্ছেন মমতা]

যেদিন দোলা সেনের বিরুদ্ধে বিমানে অভব্য আচরণের অভিযোগ উঠেছে, সেদিনই আরেক অভিযুক্ত শিব সেনা সাংসদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া৷ শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া। তাঁর বিরুদ্ধে এক বিমানকর্মীর সঙ্গে অভব্য আচরনের অভিযোগ উঠেছিল। এমনকী এয়ার ইন্ডিয়ার ওই কর্মীকে ২৫ বার জুতো পেটাও করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরেই গায়কোয়াড়ের বিমান যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় বিমানসংস্থাগুলি। শুধু তাই নয়, একাধিকবার তাঁর টিকিট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। দেশ জুড়ে বয়ে যায় নিন্দার ঝড়।

তবু নিজের অভব্য আচরণের জন্য বিন্দুমাত্রও লজ্জিত বোধ করেননি শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। উল্টে সংসদে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেই অভিযোগ তোলেন তিনি। তবে শেষমেশ মতবদল করেন। অবস্থান পাল্টে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠান তিনি। এরপরেই সুর নরম করে এয়ার ইন্ডিয়া। শেষপর্যন্ত শুক্রবার শিবসেনা সাংসদের ওপর থেকে তুলে নিল নিষেধাজ্ঞা। এরপরে অন্যান্য বিমানসংস্থাও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে শিব সেনা সাংসদের উপর থেকে।

[তুষারঝড়ে হিমাচল প্রদেশে আটক কমপক্ষে ৭৫ জন বাঙালি পর্যটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement