Advertisement
Advertisement

Breaking News

‘ভয় জিতলেই’-হারের পূর্বাভাসেই সুর বদল সূর্যকান্তর!

“আমাদের হারের ভয় নেই৷ বরং উল্টো দিক থেকে দেখলে আমাদের জয়ের জন্য ভয় আছে৷ কারণ, জিতলে মানুষের আস্থা ও ভরসা রক্ষা করতে হবে৷”

After Exit Pole  Surjyakanta Mishra can smell his destiny ans speaking in a different tone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 8:51 am
  • Updated:May 18, 2016 10:22 am  

এক্সিট পোলের ফল বেরোতেই বদলে গেল জোট ‘কমান্ডার’-এর সুর৷ প্রকারান্তরে যেন মেনেই নিলেন বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস৷ মঙ্গলবার কলকাতায় দলের এক সভায় জোট ‘কমান্ডার’ তথা সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, “আমাদের হারের ভয় নেই৷ বরং উল্টো দিক থেকে দেখলে আমাদের জয়ের জন্য ভয় আছে৷ কারণ, জিতলে মানুষের আস্থা ও ভরসা রক্ষা করতে হবে৷” দলের রাজ্য সম্পাদকের হঠাৎ এই মন্তব্যে সিপিএম কর্মীদের মধ্যে নানা রকম জল্পনা তৈরি হয়েছে৷ রাজনৈতিক মহলের ধারনা, সমীক্ষার ফল দেখে সূর্যকান্ত সম্ভবত দলের কর্মীদের হার মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রাখতে চাইছেন৷ অন্যদিকে এদিন, শিলিগুড়িতে মেয়র ও সিপিএম নেতা অশোক ভট্টাচার্য পুরবোর্ডের বর্ষপূর্তির অনুষ্ঠানে বলেন, “বঞ্চনার পুনরাবৃত্তি যেন না হয়৷” এর আগে জোরের সঙ্গেই  তিনি জানিয়েছিলেন, মে মাসের পর শিলিগুড়ি পুরনিগম চালাতে আর কোনও বাধা থাকবে না৷ মঙ্গলবার কোনও আত্মবিশ্বাসের সুর শোনা যায়নি তাঁর বক্তব্যে৷ বরং তিনি বলেছেন, “রাজ্যে যারাই সরকার গঠন করুক না কেন, আমরা চাই শিলিগুড়ি পুরনিগমের সঙ্গে যেন গণতান্ত্রিক সাংবিধানিক পথেই  আচরণ করা হয়৷ সংকীর্ণ রাজনীতি যেন না করা হয়৷” শিলিগুড়ির মেয়রের এই মন্তব্যে বিধানসভা ভোটে পরাজয় মেনে নেওয়ার গন্ধই পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ এক্সিট পোল নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি অশোকবাবু৷ বলেছেন, “যা হওয়ার ১৯ তারিখেই দেখা যাবে৷ তবে আমরা আশাবাদী, রাজ্যে জোটের সরকার ক্ষমতায় আসবে৷ শিলিগুড়িতে জোটের জয় নিশ্চিত৷” বিধানসভা ভোটে জোট গঠনের আগেই শিলিগুড়ি পুরনির্বাচনে মসৃণভাবে এই জোট গড়েছিলেন অশোকবাবু৷ পরোক্ষে বিজেপিকেও এই জোটে শামিল করে শিলিগুড়ি পুরনিগম দখল করেছিলেন তিনি৷ হয়েছেন মেয়রও৷ একইরকমভাবে পরে শিলিগুড়ি মহকুমা পরিষদেও জোট গড়ে দখল করেছিলেন অশোকবাবুরা৷ বিধানসভায় কংগ্রেস-সিপিএম জোট গড়ায় এতদিন জোটের জয় নিয়ে গলা ফাটাচিছলেন শিলিগুড়ির মেয়র৷ কিন্তু সোমবার বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতেই কার্যত ‘অন্য সুর’ মেয়র অশোক ভট্টাচার্য-র গলায়৷

প্রকারান্তরে হারের জন্য দলীয় কর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেও সূর্যবাবু এদিন দাবি করেছেন, তাঁরা জোটের জয়ের বিষয়ে নিশ্চিত৷ প্রয়াত সিপিএম নেতা কান্তি বিশ্বাসের স্মরণসভায় সূর্যবাবু বলেন, “নানা জায়গা থেকে টেলিফোন করছেন অনেকেই৷ আপনাদের সকলকেই বলছি এত টেনশন করবেন না৷ ওই টিভি চ্যানেল দেখলে মনে হবে আপনি হারছেন৷” এই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও সূর্যবাবু বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি মানুষের জোট এগোচ্ছে৷” কিন্তু সভায় এরপরই সূর্যবাবু তাৎপর্যপূর্ণভাবে বলেন, “আমাদের হারের ভয় নেই৷ বরং উল্টো দিক থেকে দেখলে আমাদের জয়ের জন্য ভয় আছে৷ জ্যোতি বসু বারবার বলতেন, ‘আমার ভয় লাগে, মানুষের গভীর বিশ্বাস আমাদের উপর৷ সেই আশা পূরণ করতে পারব তো’?”

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement