সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আশুতোষ কলেজের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজের ইংরেজি অনার্স কোর্সের মেধা তালিকায় সানি লিওনের (Sunny Leone) নাম! চলতি শিক্ষাবর্ষে এই ২টি কলেজের মেধাতালিকায় সানি লিওনে নাম থাকার খবর প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়ে যায়। যদিও সংশ্লিষ্ট গোলযোগের বিষয়ে জানতে কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার ফোনে করেও পাওয়া যায়নি।
বৃহস্পতিবারই দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকায় নাম উঠেছিল সানি লিওনের। যা দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও বয়ে যায়। তা নিয়ে সানি লিওনে নিজেও রসিকতা করে টুইট করেন, ‘কলেজের পরবর্তী সেমিস্টারে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে কেমন! আশা করি ক্লাসে সকলেই থাকবে।’ সেই বিতর্কের মাঝেই আবার একই ভুল দক্ষিণ ২৪ পরগনার একটি কলেজের। এবার বজবজ কলেজের (Budge Budge) ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজর মেধা তালিকাতেও বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম!
কলেজের মেরিট লিস্টে ১৫১ নম্বর সিরিয়ালে জ্বলজ্বল করতে দেখা যায় রুপোলি পর্দার অভিনেত্রীর নামটি। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ওই মেধা তালিকায় সানি লিওনের ফর্ম নম্বর ২০২০৫৬১২৫৩৯। অ্যাকনলেজমেন্ট নম্বর- ৬১৩২৭৭২৩। কলেজের ছাত্রছাত্রীরা ওয়েবসাইটের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে। হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়।
কলেজের ছাত্রসংগঠনের সাধারণ সম্পাদক তমাল বন্দোপাধ্যায় জানান, কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে যাঁর ওপর মেধা তালিকা তৈরির দায়িত্ব দিয়েছিলেন এটি সম্ভবত তাঁরই ভুল। তবে এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষা দেবযানী দত্তের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.