Advertisement
Advertisement

টাটাদের তালা ভেঙে জরিপ শুরু সিঙ্গুরে

এক দশক পর সিঙ্গুরে খুলল টাটাদের প্রস্তাবিত ন্যানো কারখানার গেট৷

After a decade Singur mill's get opened

ঐতিহাসিক সিঙ্গুর। নিজস্ব চিত্র।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 2:53 pm
  • Updated:September 3, 2016 2:53 pm  

নব্যেন্দু হাজরা, সিঙ্গুর: এক দশক পর সিঙ্গুরে খুলল টাটাদের প্রস্তাবিত ন্যানো কারখানার গেট৷ টাটাদের লাগানো তালা ভেঙে অসমাপ্ত কারখানা শেড চত্বরে শুরু হল জমি জরিপের কাজ৷ লক্ষ্য একটাই৷ দ্রুত কৃষকদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়া৷

শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ টাটাদের লাগানো তালা ভেঙে ভিতরে ঢোকেন জমি জরিপের কাজে আসা সরকারি আধিকারিকরা৷ লাগানো হয়েছে সরকারি তালা৷ সকাল সকাল জমি জরিপের কাজে পৌঁছে যান ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা৷ পৌঁছে গিয়েছেন ল্যান্ড সার্ভেয়াররাও৷ জিপিএস সিস্টেম ব্যবহার করে চলছে জমি চিহ্নিতকরণের কাজ৷ পৌঁছেছেন জেলা আধিকারিকরাও৷

Advertisement

স্যাটেলাইট ম্যাপিং-এর মাধ্যমে জমি ম্যাপিং-এর জন্য সিঙ্গুরে পৌঁছেছে অত্যাধুনিক যন্ত্র ও সামগ্রী৷ শুক্রবারই কলকাতা পুরসভার ড্রোন নিয়ে যাওয়া হয়েছে সেখানে৷ একই সঙ্গে মাথা সমান জঙ্গল পরিষ্কারের কাজ চলছে৷ জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় দেড়শো একর জমি পরিষ্কারের কাজ হয়ে গিয়েছে৷ শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ হয়েছে৷ এদিনও সন্ধ্যা পর্যন্ত কাজ চলবে বলে জানা গিয়েছে৷

শুক্রবার যে ১৫০ একর জমি পরিষ্কার করা হয়েছিল সেখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চলছে জমি চিহ্নিতকরণের কাজ৷ এদিন জমি জরিপের কাজ শুরু হওয়ার পর আবেগাপ্লুত হয়ে জমিতে ঢুকে পড়ে কৃষকরা৷ শনিবার অবশ্য সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি৷ যদিও জমি ফেরতের খবরের রেশ এদিনও  কটেনি সিঙ্গুরে৷

এদিন সিঙ্গুরে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পৌঁছেই জমি জরিপের কাজ পরিদর্শন করেন৷ এছাড়াও সিঙ্গুরে প্রশাসনিক সভামঞ্চ যেখানে হবে সেই স্থল পরিদর্শন করেন৷ জমি জরিপে আসা আধিকারিক ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন তিনি৷ পরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সরকারের সর্বপ্রথম লক্ষ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দ্রুত কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া৷ সেই কাজ তৎপরতার সঙ্গে চলছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement