ছবি: উদয়ন গুহরায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সাতসকালে জঙ্গল থেকে উদ্ধার পুরনো ৫০০ টাকার নোট। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের (Durgapur) ২২ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে পুলিশ টাকাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই সোমবার সকালে জঙ্গল পরিস্কারের কাজে গিয়েছিলেন ১০০ দিনের কর্মীরা। দুর্গাপুরের সি জোনে জঙ্গল পরিস্কার করার সময় একটি ব্যাগ দেখতে পান তাঁরা। সেটি খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, পুরনো ৫০০ টাকার নোট ভরতি। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ব্যাগটি। তাতে ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা। কোথা থেকে টাকা এল ওই জায়গায়? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেন। নোট বাতিলের ফলে বহু কালো টাকা ও অবৈধ লেনদেন ধরা পড়েছে ঠিকই। তবে কেন্দ্রের মোদি সরকারের বিরোধীদের দাবি, দেশের বহু মানুষ সমস্যার মুখোমুখিও হন৷ আচমকাই ৫০০ ও ১০০০ টাকা বাতিল হয়ে যাওয়ায় প্রায় থমকে গিয়েছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবন৷ সেই ঘটনার পাঁচ বছর পর এত বাতিল নোট উদ্ধারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.