সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: হ্যাম রেডিওর উদ্যোগে শেষপর্যন্ত ১৬ বছর পর ঘরে ফিরছেন মানসিক ভারসাম্যহীন পঞ্চান্ন বছরের এক প্রৌঢ়া। সুন্দরবন পুলিশ জেলার সাগরদ্বীপ থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুর থেকে তাঁর আত্মীয়রা আসছেন ওই প্রৌঢ়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে।
সাগরদ্বীপের রুদ্রনগর বিডিও অফিসের বারান্দায় বছরের পর বছর ধরে আশ্রয় নিয়ে থাকতেন ৫৫ বছরের প্রৌঢ়া কবিতা মাইতি। স্থানীয় এক কাঠের মিস্ত্রী তাঁকে দেখে হ্যাম রেডিও ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন। ক্লাবের সদস্য স্থানীয় বাসিন্দা দিবস মন্ডল মহিলার সঙ্গে কথা বলে তাঁর পরিচয় জানার চেষ্টা করেন। পরপর তিনদিন চেষ্টার পর জানা যায় ওই মহিলা পূর্ব মেদিনীপুরের ঝাওয়া এলাকার বাসিন্দা। ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান, ওই মহিলার পরিচয় জানতে পারার পর প্রথমে তাঁর গ্রামের বয়স্ক মানুষজনের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকেই মহিলার বাড়ির খোঁজ পান তাঁরা। কথা বলা হয় ওই মহিলার দুই ভাই অমৃত ও অসীম মাইতির সঙ্গে। তাঁরা জানিয়েছেন, দিদি যখন নিখোঁজ হন সেইসময় তাঁদের বয়স ছিল অত্যন্ত কম।
তাই পুরো ঘটনার কথা না জানলেও যতদূর মায়ের মুখে শুনেছেন তাঁরা তা হল রান্নাঘরে যখন মা রান্না করছিলেন সেইসময় হঠাৎই দিদি কবিতা মাইতি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর বহু জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও দিদির আর কোনও হদিশ মেলেনি। তাঁদের মা মারা গিয়েছেন বেশ কয়েক বছর হল। আজ ষোলোবছর পর দিদির খোঁজ পেয়ে তাই দারুণ খুশি তাঁরা। কেবল মা’ই দেখে যেতে পারলেন না দিদিকে। এতগুলো বছর পর প্রৌঢ়াকে তাঁর আত্মীয়দের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি রেডিও ক্লাবের সদস্যরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.