Advertisement
Advertisement
বিক্ষোভ

সোনভদ্রে হত্যাকাণ্ডের প্রতিবাদ, পথ অবরোধে নামল বীরভূমের আদিবাসী সংগঠন

আদিবাসীদের ৫ দফা দাবির মধ্যে অন্যতম, পরিবেশ নষ্ট করে কয়লা উত্তোলন নয়৷

Adivasi people of Birbhum stage protest for Sonvadre murder case
Published by: Sucheta Sengupta
  • Posted:July 22, 2019 7:29 pm
  • Updated:July 23, 2019 1:00 pm  

নন্দন দত্ত, সিউড়ি: সোনভদ্রে আদিবাসী হত্যায় প্রতিবাদের ঢেউ উঠল এরাজ্যে৷ সোমবার বীরভূমের সিউড়িতে আদিবাসী উন্নয়ন গাঁওতা পথ অবরোধ করে বিক্ষোভে নামল৷ এদিন সকাল থেকে মোট পাঁচ দফা দাবিতে সিউড়ি, মহম্মদবাজার এলাকায় রাস্তা অবরোধ করেন সংগঠনের সদস্যরা৷ তির-ধনুক, ধামসা-মাদল নিয়ে বিভিন্ন পোস্টার, ব্যানার হাতে নিয়ে প্রতিবাদে সরব হন তাঁরা৷

[আরও পড়ুন: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি, মাথা থেঁতলে খুন বহুরূপীকে]

এদিন সকাল ১০টা থেকে মহম্মদবাজারের জয়পুর গ্রামের কাছে আদিবাসী উন্নয়ন গাঁওতার তরফে জনা কুড়ি সদস্য রাস্তা অবরোধ শুরু করেন৷ তাঁরা নিজেদের ৫ দফা দাবিতে একাধিক স্লোগান তুলতে থাকে৷ প্রথমত, সোনভদ্রে ১০ জন আদিবাসী হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷ দ্বিতীয়ত, আদিবাসীদের জমি-জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে৷ তৃতীয়ত, দেশজুড়ে আদিবাসীদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে৷ চতুর্থত, জঙ্গল কেটে কয়লা নয়, আদিবাসী উচ্ছেদ করে কয়লা নয়৷ এবং সর্বোপরি পরিবেশ নষ্ট করে কোনও পদক্ষেপ করা যাবে না৷

Advertisement

আদিবাসী উন্নয়ন গাঁওতার সম্পাদক রবীন সোরেনের কথায়, ‘আদিবাসীদের উপর দেশজুড়েই অত্যাচার চলছে৷ এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি৷ এসব বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব৷’ আধঘণ্টা মতো জয়পুর গ্রামের কাছে পথ অবরোধ ছিল৷ বীরভূমের মহম্মদবাজারেই দেউচা-পাঁচামি কয়লা ব্লক৷ যেখান থেকে কয়লা উত্তোলন নিয়ে ইতিমধ্যে কেন্দ্র-রাজ্য সংঘাত কম হয়নি৷ মুখ্যমন্ত্রী নিজেও বারবার দেউচা-পাঁচামির জট কাটিয়ে দ্রুত কয়লা উত্তোলনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন কেন্দ্রের কাছে৷ এই পরিস্থিতিতে মহম্মদবাজারের আদিবাসী সম্প্রদায়ের এই বিক্ষোভে সরাসরি দেউচা-পাঁচামির নাম উল্লেখ না থাকলেও, তাঁদের ৫ দফা দাবির মধ্যে কয়লা প্রসঙ্গ আছে৷ আর তাতেই আরও জল্পনা উসকে উঠছে, তাহলে কি দেউচা-পাঁচামি থেকে কয়লা উত্তোলনের বিরোধিতাই করতে চাইছে? এর আগে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বনাঞ্চল কেটে টুরগা ঝরণার প্রস্তাবিত প্রকল্পের বিরোধিতা করেও আদিবাসী সম্প্রদায় আন্দোলনে শামিল হয়েছে৷

[আরও পড়ুন: একধাক্কায় অনেকটা বাড়ল পঞ্চায়েতের সর্বস্তরের সদস্যদের ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement