Advertisement
Advertisement
Adhir Ranjan Chowdhury

‘ফের জেল হতে পারে, খুনও হতে পারেন’, কুণালকে নিয়ে উদ্বেগে অধীর

আর কী বললেন অধীররঞ্জন চৌধুরী?

Adhir Ranjan Chowdhury worried about Kunal Ghosh's security
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 3, 2024 2:41 pm
  • Updated:May 3, 2024 3:24 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: ভোটের মাঝে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষের অপসারণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে চলছে গুঞ্জন। এই ইস্যুতে এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আশঙ্কা প্রকাশ করে বললেন, “এবার কুণাল ঘোষের জেল হতে পারে।” তৃণমূল নেতা কুণালকে খুন করা হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন অধীর।

দীর্ঘদিন আগেই দলের দুই পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেই সময় মুখপাত্রের পদ থেকে অব্যাহতি মিললেও রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে মেলেনি। ফলে সেই পদে বহাল ছিলেন কুণাল। এসবের মাঝে বুধবার আচমকাই দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে অপসারণ করে তৃণমূল। এর পরই শুরু চাপানউতোর। সাংবাদিক বৈঠকের পর কার্যত কেঁদে ফেলেন কুণাল। কর্মীদের বার্তা দেন, পদে না থাকলেও পথে তিনি থাকবেন। তবে অপসারণের পরই একাধিক ইস্যুতে মুখ খুলেছেন কুণাল, যা তৃণমূলের জন্য মোটেই ইতিবাচক নয়। আর এই কারণেই উদ্বেগ প্রকাশ করলেন অধীররঞ্জন চৌধুরী।

Advertisement

[আরও পড়ুন: ‘ওদের সব রিপোর্ট সন্দেহজনক’, বিশ্বশান্তি প্রসঙ্গে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তোপ ভারতের]

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধীর। সেখানেই তিনি বলেন, কুণাল ঘোষ এখন সত্যি কথা বলছেন। যা তৃণমূলের জন্য বিপজ্জনক। সেই কারণেই পুনরায় কুণাল ঘোষ জেলে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন অধীর। মুখ বন্ধ করাতে তাঁকে খুন করানো হতে পারে বলেও মন্তব্য অধীরের। প্রসঙ্গত, দলের স্বার্থে বরাবর বিভিন্ন ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেছেন কুণাল। নথি তুলে এনে বার বার প্রতিপক্ষকে আক্রমণ করেছেন তিনি। দলের সঙ্গে দূরত্ব বাড়ায় কুণাল ঘোষ একইভাবে তৃণমূলের ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও অধীরের মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি কুণালের।

[আরও পড়ুন: ‘দেশের মেয়েরা হেরে গেল’, ব্রিজভূষণের ছেলে টিকিট পাওয়ায় হতাশ সাক্ষী

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement