Advertisement
Advertisement
Adhir Chowdhury Dilip Ghosh

‘আপনার একমাত্র ভরসা বিজেপি’, অধীরকে সরাসরি গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আহ্বান দিলীপের

কংগ্রেসকে 'ডুবন্ত নৌকা' বলে কটাক্ষ দিলীপ ঘোষের।

Adhir Chowdhury should join BJP, says Dilip Ghosh । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 23, 2021 1:39 pm
  • Updated:September 23, 2021 3:11 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: বিজেপি ছেড়ে সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বিভিন্ন দলের আরও বহু নেতাই শাসক শিবিরে যোগ দিতে পারেন বলেই জল্পনা। তারই মাঝে অধীর চৌধুরীর দলবদলের জল্পনা উসকে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপিতে যোগদানের পরামর্শও দিলেন তিনি।

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন (Bhabanipur By-Election)। সেখানে মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর ছাড়াও ওইদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভায় ভোট। তার প্রচার করবেন বিজেপির নয়া সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রচার শুরুর আগে বহরমপুর রেল স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরীর দলবদলের জল্পনা উসকে দেন তিনি। বলেন, “অধীর চৌধুরী ডুবন্ত জাহাজ ছেড়ে যেতে চাইছেন। কিন্তু তিনি যেখানে যেতে চাইছেন সেটাও ফুটো হয়ে গিয়েছে। এখন তাঁর কাছে একটাই ভরসা ভারতীয় জনতা পার্টি।”

Advertisement

[আরও পড়ুন: কড়েয়ায় বহুতলে বিস্ফোরণ! ভাঙল বাড়ির একাংশ, জখম অন্তত ৪]

উল্লেখ্য, বুধবার সকালে ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরোয় বিজেপি। প্রিয়াঙ্কার হয়ে প্রচারে বেরোন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। কোভিডবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রচারে বাধা দেয় পুলিশ। তার জেরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্ব। সেই ঘটনা প্রসঙ্গেই মুখ খুললেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, “প্রিয়াঙ্কাকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। ফলে বোঝা যাচ্ছে ভয় পেয়েছে তৃণমূল (TMC)।”

কলকাতায় জলযন্ত্রণা প্রসঙ্গেও রাজ্য সরকারকে আরও একবার  খোঁচা দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে প্রাণহানির ঘটনা প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে কার্যত উদাসীনতার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে পকসো আইনে মামলা নয়, পর্যবেক্ষণ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement