Advertisement
Advertisement
Adhir Chowdhury

কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে চলল ছররা গুলি, প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভে অধীর চৌধুরী

নাকাশিপাড়ার ঘটনায় অভিযোগের তির শাসকদলের দিকে।

Adhir Chowdhury met injured Congress workers in Krishnanagar, staged protest | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 15, 2023 4:38 pm
  • Updated:August 15, 2023 4:38 pm

সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোটপর্ব মিটলেও অশান্তি থামছে না। এবার নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় আক্রান্ত কংগ্রেস কর্মীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ছররা গুলি চালানোর অভিযোগ। জখম ১৫ জন। আহতদের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অধীররঞ্জন চৌধুরীর।

কয়েকদিন ধরেই তৃণমূল-কংগ্রেসের অশান্তি চলছিল নাকাশিপাড়া থানার হরনগর পঞ্চায়েতের গোবিপুর এলাকায়। সোমবার রাতে এলাকার কংগ্রেস কর্মী সেলিম শেখের পরিবারের লোকজন ঘুমাচ্ছিলেন। অভিযোগ সেই সময় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বাদশাহ মণ্ডলের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর অতর্কিত হামলা চালায়। এলোপাথাড়ি ছররা গুলি চালানো হয়। ওই পরিবারের শিশু ও মহিলা-সহ মোট ১৫ জন গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১১ জনের জখম গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

[আরও পড়ুন: প্রথা ভেঙে ব্লাউজ পরাতে শিখিয়েছিলেন, বিস্মৃতপ্রায় নারী স্বাধীনতার অন্যতম মুখ ‘ভাবি পিসি’]

মঙ্গলবার সকালে কৃষ্ণনগরে যান অধীররঞ্জন চৌধুরী। প্রথমে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। এরপর এসপি অফিসে যাচ্ছিলেন তিনি। পথে পুলিশি বাধার মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এরপরই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তিনি। সেখান থেকেই শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, “প্রশাসন এবং শাসকদল যৌথভাবে এলাকায় এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। কেউ রেহাই পাচ্ছে না। এভাবে চলতে পারে না। প্রয়োজনে হাই কোর্টে মামলা করব।”

 

[আরও পড়ুন: অপমানে আত্মঘাতী? স্ত্রীকে ‘খুনে’ নাম জড়ানো যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement