Advertisement
Advertisement

Breaking News

পরকীয়ায় আসক্ত অধীর, অভিযোগ স্ত্রীর

সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা চৌধুরি৷ বললেন, “স্বামীকে ফিরিয়ে দিন৷”

Adhir Chowdhury has extra marital affair, said Arpita Chowdhury
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 9:35 am
  • Updated:August 9, 2019 2:03 pm  

নিজস্ব সংবাদদাতা: তাঁর প্রতি অন্যায়, অবিচার, অবহেলা, বঞ্চনার অভিযোগ তুলে অধীর চৌধুরিকে কাঠগড়ায় দাঁড় করালেন স্ত্রী অর্পিতা চৌধুরি৷ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অধীরের বিরু‌দ্ধে অন্য নারীতে আসক্তি-সহ একরাশ অভিযোগ করেন অর্পিতাদেবী৷ ন্যায়বিচার চেয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাহুল গান্ধীর দ্বারস্থ হয়েছেন তিনি৷ স্ত্রীর তোপে মুর্শিদাবাদ-সহ গোটা রাজ্যে রাজনৈতিকভাবে কোণঠাসা প্রদেশ কংগ্রেস সভাপতির ব্যক্তিগত ভাবমূর্তিও ধাক্কা খেল৷ যদিও অর্পিতা চৌধুরির এদিনের অভিযোগের কোনও জবাব দেননি অধীর৷ দীর্ঘদিনই স্ত্রী অর্পিতা চৌধুরির সঙ্গে থাকেন না বহরমপুরের সাংসদ৷ তাঁদের মধ্যে ডিভোর্সেরও মামলা চলছে৷ কিছুদিন আগে অধীরের শ্যালক একসময়ের ছায়াসঙ্গী অরিৎ মজুমদার তৃণমূলে যোগ দিয়েছেন৷ পারিবারিকভাবেও যথেষ্ট বিড়ম্বনায় ছিলেন অধীর৷ শুক্রবার অর্পিতা চৌধুরির সাংবাদিক বৈঠকের পর সেই বিড়ম্বনা আরও বাড়ল৷

এদিন অর্পিতাদেবী বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে চৌধুরি ভিলায় সাংবাদিক বৈঠকে জানান, ১৫ বছর বয়সে পুলিশের খাতায় ফেরার আসামি অধীরের হাত ধরে ঘর ছাড়েন তিনি৷ অধীরের সঙ্গে সঙ্গে তিনিও দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন৷ অধীরের বিধায়ক থেকে সাংসদ হওয়া, রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দেওয়া সব ঘটনার সময়ই সহধর্মিণীর ভূমিকা পালন করে এসেছেন অর্পিতাদেবী৷ তাঁর অভিযোগ, ২০১০ সাল থেকেই পাল্টাতে শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ অন্য এক নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন৷ অর্পিতাদেবীর উপর অবহেলা, বঞ্চনা বাড়তে থাকে৷ বর্তমানে ওই নারীর সঙ্গেই থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ এর পর ২০১৫ সালে অর্পিতাদেবীর জন্মদিন ১৫ সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদ চেয়ে তাঁর কাছে সমন পাঠান অধীর চৌধুরি৷

Advertisement

যদিও অধীরের স্ত্রী মুখে না বললেও বুঝিয়ে দেন যে, কোনও অবস্থাতেই তিনি ডিভোর্স দেবেন না৷ স্বামী-স্ত্রীর মধ্যে ভাঙনের জন্য তিনি অধীরের চার শাগরেদকেও দায়ী করেন৷ এদিন সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা চৌধুরি৷ বলেন, “এতবছর একসঙ্গে কাটিয়ে ও আমাকে চেড়ে চলে গিয়েছে৷ স্বামীকে ফিরিয়ে দিন৷”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement