Advertisement
Advertisement

Breaking News

Adhir Chowdhury

ভোটের মুখে নিজের খাসতালুকেই বিক্ষোভের মুখে অধীর, উঠল ‘গো ব্যাক’ স্লোগান

বিড়ম্বনায় প্রদেশ কংগ্রেস সভাপতি।

Adhir Chowdhury faces heat at Berhampur
Published by: Paramita Paul
  • Posted:March 13, 2024 3:51 pm
  • Updated:March 13, 2024 3:53 pm  

কল্যাণ চন্দ্র, বহরমপুর: ভোটের আগে নিজের খাসতালুকেই বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। বহরমপুরের সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান। বিক্ষোভের জেরে বহরমপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে ফিরে যেতে হল তাঁকে। লোকসভা নির্বাচনের আগে নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়ে বিড়ম্বনায় প্রদেশ কংগ্রেস সভাপতি।

বুধবার বহরমপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকায় রাস্তা ও পানীয় জলের সমস্যা পরিদর্শনে এসেছিলেন অধীর চৌধুরী। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। অধীরকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা। এই ঘটনায় উত্তপ্ত হয় গোটা এলাকা।

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েলের হামলার ‘বদলা’, শয়ে শয়ে রকেট ছুড়ল হেজবোল্লা]

অধীর চৌধুরীর অভিযোগ,ওয়ার্ডে পানীয় জল ও রাস্তার সমস্যা থাকলেও সাংসদ তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছিল না। পালটা তৃণমূলের দাবি, ভোটের মুখে পরিদর্শনের নামে রাজনীতি করছিলেন অধীর। তাই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের জেরে সেখান থেকে ফিরে যান অধীর চৌধুরি। তাঁর দাবি, তিনি বহরমপুরের উন্নয়ন চান কিন্তু তাঁকে বাঁধা দিচ্ছে প্রশাসন। সংসদ তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। তবে বহরমপুর লোকসভা নির্বাচনে রিগিং করতে তিনি দেবেন না, এটা তাঁর চ্যালেঞ্জ।

[আরও পড়ুন: ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের পর দেহ ট্যাঙ্কের নিচে পুঁতে প্লাস্টার! হাড়হিম করা হত্যাকাণ্ড নিমতায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement