Advertisement
Advertisement
হিরন

অভিষেকের রবিবাসরীয় প্রচারে তনুশ্রী-হিরণ, সেলেবদের দেখতে ভিড় জনতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে আশাবাদী দুই তারকা৷

Actor Tanusree Chakraborty and Hiran Chatterjee starts election campaign
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 12, 2019 9:50 pm
  • Updated:May 17, 2019 1:33 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ষষ্ঠ দফার নির্বাচনও শেষ। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। আগামী রবিবার অর্থাৎ ১৯ মে সপ্তম দফায় ডায়মন্ড হারবার লোকসভা আসনে নির্বাচন। তার আগে শেষ রবিবাসরীয় প্রচারে ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রার্থনা করলেন টলি তারকা তনুশ্রী চক্রবর্তী ও হিরণ চট্টোপাধ্যায়। তাঁদের দেখতে ভিড় জমান স্থানীয়রা। যদিও প্রচারে দেখা মেলেনি প্রার্থীর। 

[আরও পড়ুন:  নিহত স্বামীর চটি এখনও বুথে, গত পঞ্চায়েত ভোটে হিংসার চিহ্ন দেখে কাতর স্ত্রী]

ভোটের ময়দানে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ রাজনৈতিক দলগুলি। সেই কারণেই জোরকদমে প্রচার চালাচ্ছে সব দল। মিটিং-মিছিলের পাশাপাশি নিজের কেন্দ্রের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়েও দলের বার্তা পৌঁছে দিচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকেরা। একইভাবে রবিবারও ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামে শাসকদল। তবে এদিনের প্রচারে মূল চমক দুই সেলেব। এদিন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করলেন টলি অভিনেতা তনুশ্রী চক্রবর্তী ও হিরণ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন বিকেলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তগর্ত নৈনান মোড় থেকে শুরু হয় প্রচার। হুডখোলা গাড়িতে প্রায় ১২ কিলোমিটার পেরিয়ে ২৪৬ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় প্রচার। 

Advertisement

[আরও পড়ুন: ভাঙছে ভরসা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ ভোটারদের]

এদিন হুডখোলা গাড়ি থেকে তৃণমূল প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করেন হিরণ ও তনুশ্রী। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা সকলের সামনে তুলে ধরেন তাঁরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাঁদের দেখতে ভিড় জমান স্থানীয়রা। প্রার্থীর জয়ের বিষয়ে আশাবাদী হিরণ ও তনুশ্রী। প্রসঙ্গত, কোনও কেন্দ্রে প্রার্থী তারকা, কোথাও আবার প্রার্থীর প্রচারে তারকা সমাবেশ। তবে কার প্রচারে সাড়া দেবে মানুষ, তা বোঝা যাবে ভোটবাক্সের ফলাফলেই।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement