সম্যক খান ও রাজা দাস: বিভিন্ন ইস্যুতে দলের স্থানীয় নেতাদের উপর ক্ষোভ উগরে দিলেন ঘাটালের সাংসদ দেবের (MP Dev) জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী। তাঁর অভিযোগ, বিভিন্ন সালিশি সভায় তাকে সামনে রেখে আখের গুছিয়ে নিচ্ছেন স্থানীয় নেতারা। এমনকী অনেক ক্ষেত্রেই আর্থিক লেনদেনের ঘটনা ঘটছে। যা নিয়ে প্রতিবাদ করেও লাভ হয়নি।
বিক্রমবাবুর বক্তব্য, আবাস যোজনায় গত ২০১৬ সালে তাঁর জন্য বাড়ি বরাদ্দ হয়েছিল। এর টাকা অ্যাকাউন্টে ছিল। সেই অ্যাকাউন্ট থেকেও টাকা তুলে নেওয়া হয়েছে। যার জন্য আজও তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাঙা বাড়িতে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
কেশপুরের মহিষদা গ্রামে বিক্রম অধিকারীদের বাড়ি। তাঁর অভিযোগ স্থানীয় তৃনমূলের বুথ ও অঞ্চল নেতাদের একাংশের উপর। বিক্রমবাবুর প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “সাম্যবাদে বিশ্বাস করে তো তৃণমূল! নেতার ভাই হোক আর যেই হোক, ফর্মুলা একটাই ফেল কড়ি মাখো তেল। এর বাইরে অন্য কোনও ফর্মুলায় তাঁরা বিশ্বাস করে না। যে নেতা নিচ্ছে, সে বউয়ের নামে ঘর দিতে গেলেও তাঁর কাছ থেকে টাকা নেবে।”
এদিকে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোৎ পাঁজার কথায়, “হঠাৎ কেন বিক্রমবাবু এধরনের অভিযোগ করছেন তা জানি না। দলের কাউকে কিছু জানাননি। সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তার সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছে তা দলীয় স্তরে খতিয়ে দেখা হবে। বিক্রমবাবুকে ডেকে পাঠানো হয়েছে। তার সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.