টুইসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গে ভোটযুদ্ধ (West Bengal Assembly Elections) শুরু হয়েছে মার্চের শেষে। ইতিমধ্যেই চারদফার ভোট শেষ হয়েছে। তবে এখনও বাকি চারদফা। ফলে রাজ্যজুড়ে রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থকরা প্রচার চালাচ্ছেন। রবিবার সভা পূর্ব বর্ধমানে সভা করার কথা ছিল তৃণমূলের তারকা প্রচারক তথা সাংসদ দেবের (Dev)। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে সভায় যেতে পারেননি তারকা সাংসদ। তাই ভিডিও টুইট করে ক্ষমা চাইলেন তিনি।
রবিবার পূ্র্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী উত্তর, বর্ধমান উত্তর ও গলসিতে সভা করার কথা ছিল তৃণমূলের তারকা প্রচারক দেবের। স্বাভাবিকভাবেই তাঁর সভায় জমায়েত করেছিলেন বহু মানুষ। রোদ উপেক্ষা করেই প্রিয় তারকা-রাজনীতিবিদের অপেক্ষায় প্রহর গুণছিলেন তাঁরা। কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে সভায় পৌঁছতে পারেননি দেব। ফলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিরাশ হয়েই ঘরে ফিরতে হয় দর্শকদের। তবে সভায় পৌঁছতে পারবেন না বুঝেই টুইটারে একটি ভিডিও পোস্ট করেন সাংসদ দেব।
হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে করা ভিডিওর ক্যাপশানে তিনি লেখেন, “আমার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর, বর্ধমান উত্তর ও গলসিতে তিনটি সভা ছিল। কিন্তু হেলিকপ্টারে ত্রুটির কারণে আমি যেতে পারছি না। সড়ক পথে যাওয়ার চেষ্টা করলেও নির্দিষ্ট সময়ে পৌঁছনো সম্ভত হত না। যাঁরা আমার বক্তব্য শোনার জন্য সভায় গিয়েছিলেন তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। সকলের কাছে ক্ষমা চাইছি। খুব শীঘ্রই দেখা হবে।”
https://t.co/JZX9jeuTfU pic.twitter.com/xiM7DsJJhk
— Dev (@idevadhikari) April 11, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.