ধীমান রায়, কাটোয়া: গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে নজিরবিহীন সিদ্ধান্ত। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া অঞ্চলে দু’জন সভাপতি নিয়োগ করলেন শাসকদলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, কে কোন বুথের দায়িত্ব থাকবেন, তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। ভেদিয়া অঞ্চলের একটি বুথের দায়িত্ব আবার দেওয়া হয়েছে শাসকদলের ব্লক সভাপতিকে। যদিও দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন আউশগ্রামের পর্যবেক্ষক ও তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর সাফাই, লোকসভা ভোটের আগে দলের সংগঠনকে মজবুত করতেই এমন অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভৌগোলিকভাবে আউশগ্রাম পূর্ব বর্ধমান জেলায়, কিন্ত এলাকাটি বীরভূমের বোলপুর লোকসভাকেন্দ্রের অন্তর্গত। তাই বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আউশগ্রামের পর্যবেক্ষক নিয়োগ করেছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু, আউশগ্রামে দলের গোষ্ঠীকোন্দলে জেরবার স্থানীয় নেতৃত্ব। গোষ্ঠীকোন্দল এতটাই যে, ভেদিয়া অঞ্চলে দুই জনকে অঞ্চল সভাপতি নিয়োগ করলেন শাসকদলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। চলতি মাসের ১০ তারিখ দুই অঞ্চল সভাপতিকে ডেকে বুথের দায়িত্বও ভাগ করে দিয়েছেন তিনি। ভেদিয়ায় বুথের সংখ্যা ১৯টি। জানা গিয়েছে, ৯টি বুথের দায়িত্ব পেয়েছেন অঞ্চল সভাপতি অতনু বন্দ্যোপাধ্যায়। বাকি ৯টি বুথ থাকবে আর এক অঞ্চল সভাপতি নাসিরুল শেখের দায়িত্বে। আর ৪৫ নম্বর বুথটি দেখভাল করবেন শাসকদলের আউশগ্রাম ২ নম্বর ব্লকের সভাপতি রামকৃষ্ণ ঘোষ। অনুব্রত মণ্ডলের নির্দেশ, প্রয়োজনে দুই অঞ্চল সভাপতি একে অন্যের সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু, কোনও অবস্থায়ই নির্দিষ্ট বুথ এলাকার বাইরে দলের কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবেন না। তবে যথারীতি দলে গোষ্ঠীকোন্দলের অভিযোগ খারিজ করে দিয়েছেন আউশগ্রামে শাসকদলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, কেতুগ্রাম, মঙ্গলকোটে, এমনকী বীরভূমেও এর আগে একই অঞ্চলে দু’জনকে সভাপতি নিয়োগ করা হয়েছিল।
[আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক, আংশিক অচলাবস্থা কাটল ভাঙড়ে]
দুটি ব্লক মিলিয়ে আউশগ্রাম বিধানসভাকেন্দ্রে ১৪টি অঞ্চল। আউশগ্রাম দুই ব্লকের মধ্যে পড়ে ভেদিয়া। শাসকদলের অন্দরের খবর, দীর্ঘদিন ধরেই ভেদিয়া অঞ্চলের সভাপতি ছিলেন অতনু বন্দ্যোপাধ্যায়। কিন্তু পঞ্চায়েত ভোটের পর থেকে এলাকায় পালটা সংগঠন তৈরি করতে শুরু করেছেন শাসকদলের নেতা নাসিরুল শেখ। স্বাভাবিকভাবেই দুই নেতার অনুগামীদের দ্বন্দ্বও চরমে পৌঁছেছে। এলাকায় প্রায় দুপক্ষের সংঘর্ষ হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.