স্টাফ রিপোর্টার, ঘাটাল: শীতলা পুজোকে কেন্দ্র করে দুই যুবকের বচসা, হাতাহাতি গড়াল অ্যাসিড হামলায়৷ বুধবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুশমান গ্রামে৷ ঘটনায় গুরুতর আহত শান্তিনাথ কাবাড়ি নামে তিরিশ বছরের এক যুবক৷ আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷
[বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশকে লক্ষ্য করে বোমা]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার কুশমন গ্রামে শীতলা পুজো উপলক্ষে গ্রামে বহু মানুষের সমাগম হয়৷ পুজোয় জোরে মাইক বাজানোকে কেন্দ্র করে সমীর পোড়্যা (২৯) নামে এক যুবকের সঙ্গে বচসা হয় শান্তিনাথ কাবাড়ির৷ ধস্তাধস্তিও শুরু হয়ে যায়৷ কিন্তু তখনকার মত বিষয়টি মিটে যায় দুই পক্ষের মধ্যে৷ নিজের নিজের বাড়িতে ফিরেও যান দু’জন৷
কিন্তু গভীর রাতে শান্তিনাথের বাড়ির জানলা দিয়ে অ্যাসিড ছুড়ে মারে সমীর৷ অ্যাসিডে শান্তিনাথের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়৷ শান্তিনাথের চিৎকারে ছুটে আসেন তাঁর বাড়ির অন্য সদস্যরা৷ তাঁরাই আক্রান্তকে প্রথমে ঘাটাল হাসপাতালে নিয়ে যান৷ সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএমে স্থানান্তর করা হয় তাঁকে৷ এখনও তাঁর অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
[দুঃস্বপ্নের পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ‘ভারতকন্যা’ উজমা]
জানা গিয়েছে, মুম্বইয়ে সোনার গয়না তৈরি কাজ করেন শান্তিনাথ৷ শীতলা পুজো উপলক্ষেই গ্রামে ফিরে এসেছিলেন৷ অন্যদিকে প্রতিবেশী সমীর গ্রামেই ছাতার ব্যবসা করে৷ কেবল শীতলা পুজোর বচসা নয় পুরনো শত্রুতার জেরেও এই অ্যাসিড হামলার ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের৷ অভিযুক্ত সমীর পোড়্যা পলাতক৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
[‘ঘর’ করতে অরাজি স্ত্রী কাটল স্বামীর যৌনাঙ্গ!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.