Advertisement
Advertisement

মাধ্যমিক পরীক্ষার্থীর ঘরে ঢুকে অ্যাসিড ছুড়ল প্রতিবেশী

বহুদিন ধরে পরীক্ষার্থীকে উত্যক্ত করত ধৃত যুবক৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটি৷

Acid attack on Madhyamik examinee, victim critical
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 20, 2017 9:22 am
  • Updated:September 12, 2020 12:15 pm

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: মাঝে মাত্র আর একটি দিন৷ তারপরই রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া আগেই জীবন সংশয় হয়ে উঠল এক মাধ্যমিক পরীক্ষার্থীর৷ প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে ওই ছাত্রীর ঘরে ঢুকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল প্রতিবেশী যুবক৷ ঘটনায় ঝলসে গিয়েছে ওই ছাত্রীর মুখ৷ জখম হয়েছে পাশে থাকা তিন বোন ও এক ভাইও৷ সোমবার ভোর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সাতসাঁই গ্রামে৷

লাখ লাখ টাকা কমিশনে বিদেশে পাচার হয়েছে রাজ্যের শিশু

Advertisement

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতের নাম দিগ্বিজয় প্রধান৷ আশঙ্কাজনক অবস্থায় সবং গ্রামীণ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবংয়ের আধা শিমলা পঞ্চায়েতের সাতসাঁই গ্রামের বাসিন্দা বিবাহিত দিগ্বিজয় প্রধান অনেকদিন ধরেই এই পরীক্ষার্থীকে উত্যক্ত করত৷ বহুবার তাকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়েছে সে৷ সেই রাগে সোমবার ভোর তিনটে নাগাদ চুপিসারে সে ছাত্রীটির বাড়িতে ঢোকে৷ সেখানে বিছানায় ঘুমিয়ে থাকা মেয়েটির মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে৷ পাশে শুয়ে থাকা তার তিন বোন ও এক ভাইও জখম হয় ওই অ্যাসিডে৷ তাদের চিৎকারে পরিবারের অন্য সদস্য-সহ প্রতিবেশীরা ওই বাড়িতে ছুটে আসেন৷

ফের মালদা থেকে উদ্ধার ২০০০ টাকার জাল নোট, গ্রেপ্তার ১

তড়িঘড়ি পালাতে গিয়ে এলাকার মানুষের হাতে ধরা পড়ে যায় দিগ্বিজয়৷ তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে৷ ওই ছাত্রী-সহ জখমদের সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তিন বোন ও ভাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ কিন্তু এই পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রাখা হয়েছে৷ মেয়েটির মুখের অনেকটাই ঝলছে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎকরা৷

মাধ্যমিকের আগে এই বিষয়গুলিতেই পড়ুয়াদের সতর্ক করলেন পর্ষদ সভাপতি

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement