Advertisement
Advertisement
অ্যাসিড হামলা

বিয়ের প্রস্তাবে ‘না’, মুর্শিদাবাদে অ্যাসিড হামলার শিকার দশম শ্রেণির ছাত্রী

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি সে।

Acid attack on class 10 student at Kandi in Murshibadab
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 8, 2019 2:00 pm
  • Updated:May 20, 2020 10:02 am  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি:  কিশোরী বয়সে বিয়ে করতে রাজি হয়নি সে। অ্যাসিড হামলার শিকার হতে হল দশম শ্রেণির এক ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দির ভরতপুরে। গুরুতর জখম ওই কিশোরী ভরতি কান্দি মহকুমা হাসপাতালে। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা। তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: লুকিয়ে পার্কে গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা, বাবার মারে আত্মঘাতী কিশোরী]

আক্রান্ত ছাত্রীর নাম মীলা খাতুন। বাড়ি, কান্দির ভরতপুরের মসজিদ পাড়ায়। স্থানীয় একটি সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী মীলা। পরিবারের লোকেদের দাবি, তাকে বিয়ে করতে চেয়েছিল জামাত শেখ নামে এক যুবক। মীলাকে সরাসরি বিয়ে প্রস্তাবও দিয়েছিল সে। কিন্তু, পড়াশোনার শেষ না করে বিয়ে করতে রাজি ছিল না দশম শ্রেণির ছাত্রীটি। আর সেটাই কাল হল।রবিবার সন্ধ্যায় মসজিদপাড়ায় বাড়িতেই ছিল মীলা। অভিযোগ, ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় জামাত। গুরুতর আহত অবস্থায় এখন কান্দি মহকুমা হাসপাতালে ভরতি মীলা খাতুন। রাতেই কান্দির ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও অভিযুক্ত জামাত শেখ ধরা পড়েনি।

Advertisement

কখনও প্রেমের সম্পর্কে আপত্তি, কখনও পারিবারিক অশান্তি তো কখনও আবার পরকীয়ায় বাধা। রাজ্যের বিভিন্ন প্রান্তে অ্যাসিড হামলার শিকার হতে হচ্ছে মহিলাদের। অ্যাসিড হামলা রুখতে কড়া আইন এনেছে সরকার। কিন্তু, তাতেও অপরাধ কমছে না। এমনকী, ইচ্ছার বিরুদ্ধে প্রেম করায় ছেলের প্রেমিকার বাড়িতে চড়াও হয়ে অ্যাসিড হামলার ঘটনাও ঘটেছে এ রাজ্যে। এদিকে অ্যাসিড আক্রান্তের জন্য ক্ষতিপূরণেরও বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। তবে মুর্শিদাবাদের মতো জেলায় অবশ্য অল্প বয়সে, এমনকী অপ্রাপ্ত বয়সেও অনেকে মেয়েরই বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের রাজি ছিল না মীলা খাতুন। তারই মাশুলও দিতে হল ওই কিশোরীকে।

[আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার আরও দুই মৎস্যজীবী, এখনও নিখোঁজ ২৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement