Advertisement
Advertisement

Breaking News

শিশুপাচার কাণ্ডে গ্রেফতার আরও এক চিকিৎসক

গোড়া থেকেই এই চিকিৎসকের খোঁজে ছিলেন গোয়েন্দারাও৷ অবশেষে তাকে গ্রেফতার করা হল৷

Accused Doctor In child Trafficking case arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 10:51 am
  • Updated:November 27, 2016 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুপাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল তপন বিশ্বাস নামে এক চিকিৎসককে৷ মেমারিতে আত্মীয়র বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি৷ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি৷

জানা যাচ্ছে, বাদুড়িয়ার নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ আসন্নপ্রসবা যাতে নার্সিংহোম ছেড়ে না যায়, তার ব্যবস্থা করতেন তিনিই৷ ঘটনায় সিআইডি তদন্ত শুরু করার পর থেকেই গা-ঢাকা দেন তিনি৷ গোড়া থেকেই এই চিকিৎসকের খোঁজে ছিলেন গোয়েন্দারাও৷ অবশেষে তাকে গ্রেফতার করা হল৷

Advertisement

এর আগে সন্তোষ সামন্ত নামে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল৷ গত বৃহস্পতিবার ঠাকুরপুকুরের একটি হোম থেকে উদ্ধার করা হয়েছিল দশ শিশুকে৷ সেই হোমের কর্মীদের জেরা করেই পাণ্ডাদের খোঁজ পান গোয়েন্দারা৷ গ্রেফতার করা হয় বিমল অধিকারীকে৷ পরে গ্রেফতার করা হয় তার সহযোগী বাসন্তী চক্রবর্তীকেও৷

অভিযুক্ত চিকিৎসক তপন বিশ্বাসকে গ্রেফতারের পর এই কাণ্ডের আরও শিকড়ে পৌঁছানো যাবে বলেই বিশ্বাস গোয়েন্দাদের৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement