Advertisement
Advertisement

Breaking News

Bhangar

ভাঙড়ে ফাঁকা বাড়িতে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার অভিযুক্ত

আজ সোমবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়।

Accused arrested for physical assault young woman in Bhangar

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:March 17, 2025 11:18 am
  • Updated:March 17, 2025 11:18 am  

দেবব্রত মণ্ডল, ক্যানিং: মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা। ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই যুবতীর উপর অত্যাচার চালায় তাঁরই সম্পর্কে এক আত্মীয়। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নেমেছিল পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে খবর।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই ঘটনা ঘটেছে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের থানা এলাকায়। বছর সাতাশের ওই মানসিক ভারসাম্যহীন তরুণী তাঁর মায়ের সঙ্গেই থাকেন। গতকাল তাঁর মা বাড়িতে ছিলেন না। সেসময় মণিরুল মোল্লা নামে এক যুবক ওই বাড়িতে যান। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু জানালে আরও বিপদ হবে। সেই ভয়ও দেখানো হয়েছিল।

Advertisement

পরে ওই তরুণীর মা বাড়ি ফেরেন। মেয়েকে অবিন্যস্ত অবস্থায় দেখেই তাঁর সন্দেহ হয়। মাকে দেখে কান্নাকাটি শুরু করেন ওই তরুণী। পরে তাঁর সঙ্গে হওয়া ঘটনার কথা মাকে বলেন তিনি। প্রতিবেশীরাও ঘটনার কথা জানতে পারেন। অভিযুক্ত যুবক ওই এলাকার বাসিন্দা। তাঁর খোঁজ শুরু হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতার মা। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়।

জানা যায়, নিউটাউনে গা ঢাকা দিয়ে রয়েছেন অভিযুক্ত। অভিযোগ জানানোর একঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও হবে বলে খবর।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub