Advertisement
Advertisement
বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, রবিবার থেকে তিনদিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে জারি নিষেধাজ্ঞা৷

According to weather office, It may rain in South Bengal from today
Published by: Tanujit Das
  • Posted:June 30, 2019 11:19 am
  • Updated:June 30, 2019 11:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাভাবিক সময়ের থেকে চলতি বছর এ রাজ্যে বর্ষার প্রবেশ ঘটেছে দেরিতে৷ ফলে খুব সাধারণ ভাবেই বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে গোটা রাজ্যে৷ এমতো পরিস্থিতিতে আশার আলো দেখাল আলিপুর আবহাওয়া দপ্তর৷ সূত্রের খবর, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ কেবলমাত্র বৃষ্টি নয়, হাওয়া অফিস জানিয়েছে, কোনও কোনও জেলায় ঝড়ের সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভবানা রয়েছে৷ ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ জারি হয়েছে৷

[ আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ, ব্যান্ডেলে বন্ধ দোকানপাট-জনশূন্য রাস্তা ]

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। এমনকী, এর ফলে অন্ধ্র এবং ওড়িশা উপকূলেও একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল তাপপ্রবাহের ফলে এবং আর্দ্রতাজনিত কারণে যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কমবে। এবং সাধারণ মানুষ গরমের দাবদাহ থেকে কিছুটা হলেও রেহাই পাবে বলে মত বিশেষজ্ঞদের৷

[ আরও পড়ুন: চাকরির নামে প্রতারণার অভিযোগে ধৃত যুবতী-সহ ২, চলছে মূল চক্রীর খোঁজ ]

প্রসঙ্গত, একদিকে যেমন এ বছর নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে ঢুকেছে বর্ষা৷ তেমনই রাজ্যে প্রবেশের পরেও দুর্বল হয়েছে বর্ষা।যদিও, উত্তরবঙ্গে ঢেলে বৃষ্টি হয়েছে গত সপ্তাহে৷ রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরের জেলাগুলিতে৷ কিন্তু বর্ষার হদিশ পেতে হাসফাঁস অবস্থা হয়েছে দক্ষিণবঙ্গবাসীর৷ হাওয়া অফিসের পূর্বাভাস, এবার সেই অবস্থা কাটতে চলেছে৷ অর্থাৎ আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে৷ এবং দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির মুখ দেখতে চলেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement