স্টাফ রিপোর্টার: লরি চাপা পড়ে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা৷ শুক্রবার সকাল ন’টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের কুমারদা গ্রামের আলিমুদ্দিন শেখ (১৩) বাজার করতে রামপুরহাট এসেছিল৷ বাজার করে সাইকেলে ফেরার সময় তার সামনে হঠাৎ একটি টোটো চলে আসায় সে দুর্ঘটনা এড়াতে ৭ নম্বর জাতীয় সড়কে উঠে পড়ে৷ সেই সময় উল্টোদিক থেকে আসা একটি দশ চাকার লরি আলিমুদ্দিনকে পিষে দেয়৷ ঘটনাটি রামপুরহাট বাসস্ট্যান্ডের কাছাকাছি হওয়ায় লরিটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ লরি চালক ও খালাসি পালিয়ে যায়৷ উত্তেজিত জনতা প্রথমে লরিটিতে ভাঙচুর চালায়৷ পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এর জেরে ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে সাত নম্বর জাতীয় সড়ক৷ পরে দমকল এসে ট্রাকটির আগুন নেভায়৷ উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে৷
পরে রামপুরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ উঠে যায় অবরোধ৷ আলিমুদ্দিনের দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ মৃতের পরিবারের অভিযোগ, জাতীয় সড়কের পাশে সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তা রয়েছে, টোটো দৌরাত্ম্যে তাতেও চলা দায়৷ সেই টোটোর জন্যই আলিমুদ্দিন শেখকে বাধ্য হয়ে জাতীয় সড়কে উঠে পড়তে হয়৷ পুলিশ-প্রশাসন বিষয়টি সম্পর্কে উদাসীন বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.