Advertisement
Advertisement
Nadia

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে মৃত্যু শিশুর, জখম কমপক্ষে ২৫

তীব্র উত্তেজনা শান্তিপুরে।

Accident in Santipur, 25 people injured | Sangbad Pratidin

ছবি:‌ প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 29, 2021 6:30 pm
  • Updated:December 29, 2021 6:30 pm  

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার (Nadia) শান্তিপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শিশুর। আহত কমপক্ষে ২৫ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফুলিয়াপাড়া বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, কৃষ্ণনগর-রানাঘাটগামী একটি বাস শান্তিপুরের দিকে যাচ্ছিল। শান্তিপুর-ফুলিয়া-বেলঘড়িয়া ১নম্বর পঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। আহত হন কমপক্ষে ২৫ জন।

Advertisement

[আরও পড়ুন: চন্দননগরে পুরনিগম নতুনদের সুযোগ দেবে তৃণমূল, ভোটের আগে ছন্নছাড়া বিরোধীরা]

তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের তৎপরতায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? স্থানীয়দের দাবি বাসটি অতি দ্রুত গতিতে যাচ্ছিল। রাস্তা খারাপ থাকার কারণে চালকের নিয়ন্ত্রণ হারায়। এরপরই উলটে যায় গাড়িটি। স্থানীয়ারই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু-সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

[আরও পড়ুন: শান্তিনিকেতনে অশান্তি! নদীর পাড়ের মাটি কাটা ঘিরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, গুলিতে জখম ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement