Advertisement
Advertisement

রেলের কারশেডে ফের দুর্ঘটনা, ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট ৬ কর্মী

রানাঘাটে ইলেকট্রিক পোস্টে রক্ষণাবেক্ষণের কাজে সময় ঘটল বিপর্যয়।

Accident in Railway carshed
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 17, 2019 7:48 pm
  • Updated:January 17, 2019 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের রক্ষণাবেক্ষণে কাজ চলাকালীন ফের দুর্ঘটনা ঘটল। কারশেডের ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হলেন ৬ কর্মী। আহতেরা সকলেই হাসপাতালে ভরতি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।

[ বাবার ‘প্রেমিকা’কে অপহরণ, তিন ছেলের সাত বছরের কারাদণ্ড]

Advertisement

ঘড়িতে তখন দুপুর সাড়ে বারোটা। অন্য দিনের মতো রক্ষণাবেক্ষণের কাজ চলছিল রানাঘাটে কারশেডে। স্থানীয় সূত্রে খবর, কারশেডে ইলেকট্রিক পোস্টের বাতি পালটাচ্ছিলেন রেলের ছয় কর্মী। ব়্যাডারে দাঁড়িয়ে কাজ চলছিল। আচমকা সেই ব়্যাডারটি গড়িয়ে গিয়ে ওভারহেড তারে স্পর্শ করে। লোহার রেডারের সংস্পর্শে থাকায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হন ওই ছয় রেলকর্মী। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে কর্মীদের দেখতে যান রেলে পদস্থ আধিকারিকরা। কর্মরত অবস্থা কর্মীদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেছে। কয়েকমাস আগেই রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেলকর্মীর মৃত্যুও হয়েছে। মারা গিয়েছিলেন বাংলার ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন তৃণাঙ্কুর।

খেলাধুলার সুবাদের রেলের বিদ্যুৎ বিভাগে চাকরি পেয়েছিলেন তৃণাঙ্কুর। শিয়ালদহ ডিভিশনের নারকেলডাঙা কারশেডে হাইটেশন লাইনের পাশে কাজ করছিলেন তিনি। অসাবধানতায় হাইটেনশন লাইনে হাত লেগে যায় তৃণাঙ্কুরের। বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি বিআর সিং হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়নি। বাংলার প্রতিশ্রুতিমান ব্যাডমিন্টন খেলোয়াড়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের লোকেদের অভিযোগ, রেলের বিদ্যুৎ বিভাগের শিক্ষানবীশ কর্মী ছিলেন তৃণাঙ্কুর। ট্রেনিং শেষ হওয়ার আগেই তাঁকে ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার জেরেই দুর্ঘটনা ঘটেছে।  

ছবি: সুজিত মণ্ডল

[ মাঝ সমুদ্রে দুঃসাহসিক অভিযান, কোটি টাকার পোশাক পাচার রুখলেন গোয়েন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement