Advertisement
Advertisement

Breaking News

দুর্ঘটনা

পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ২ ছৌশিল্পীর

খবর পেয়েই আহতদের দেখতে যান পুরুলিয়ার জেলাশাসক।

Accident in Purulia's anarah area, 2 people died on sunday
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 12, 2020 2:07 pm
  • Updated:January 12, 2020 2:07 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিবেক চেতনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ছৌশিল্পীর। গুরুতর আহত আরও ১০। আহতরা বর্তমানে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই আহতদের সঙ্গে দেখা করেছেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার।

পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার তরফে বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই রবিবার সকালে সরবেড়িয়া থেকে রওনা হয় ছৌ শিল্পীদের একটি দল। যাওয়ার সময় পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের আনাড়ার দোশারডাঙা গ্রামের কাছে আচমকা তাঁদের গাড়ির একটি টায়ার ফেটে যায়। সেই সময় পিছন থেকে আসা একটি লরি পিষে দেয় ছৌ শিল্পীদের গাড়িটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছৌশিল্পী সুরুলিয়া গ্রামের বাসিন্দা তপন মাহাতোর। গুরুতর আহত হন আরও ১০ জন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও পুলিশের তরফে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিখিল মাহাতো নামে এক ব্যক্তিকে দুর্গাপুরে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। দুর্গাপুর নিয়ে যাওয়ার পথেই মৃ্ত্যু হয় তাঁর।

Advertisement

acci-2

[আরও পড়ুন: ‘সত্য গোপন করতেই কুমারগঞ্জের নির্যাতিতার পরিবারকে অপহরণ করেছে পুলিশ’, বিস্ফোরক লকেট]

জানা গিয়েছে, কলকাতা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার খবর পেয়েই রঘুনাথপুর হাসপাতালে যান পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। তিনি জানান, নিয়ম অনুযায়ী ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার। পাশপাশি, অতিরিক্ত আর্থিক সাহায্যের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি। এদিনের ঘটনায় শোকের ছায়া এলাকায়। পরিবারের রোজগেরে সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

ছবি: সুনীতা সিং

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement