নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোরবেলা কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল৷ কিন্তু শেষ মূহূর্তে লরিটি দেখতে পেয়ে বাসের স্টিয়ারিং ঘুরিয়ে নিয়েছিলেন চালক৷ আর তাতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাসের যাত্রীরা৷ এড়ানো গিয়েছে সরাসরি সংঘর্ষ৷ তবে বাসটির একটি দিকে ধাক্কা লেগে নয়ানজুলি খালে উল্টে যাওয়ায় যাত্রীরা কমবেশি আহত হয়েছেন৷
এই ঘটনা ঘটেছে শুক্রবার ভোরে বাগনান থানার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের উপরে৷ এদিন ভোরে একটি বাস মধ্যমগ্রাম থেকে দিঘা যাচ্ছিল৷ সেই সময় ওই এলাকায় একটি মালবোঝাই লরি দাঁড়িয়ে ছিল৷ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা খুবই কম থাকায় লরিটি দেখতে পাননি বাসের চালক৷ নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে বাসটি৷ তবে শেষ মূহূর্তে লরিটি দেখতে পেয়ে কোনওমতে স্টিয়ারিং ঘুরিয়ে নেন তিনি৷ তাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়৷ সরাসরি সংঘর্ষ এড়ানো গেলেও বাসটির একটি দিকে লরির ধাক্কা লেগে তা নয়ানজুলি খালের ধারে উল্টে যায়৷ খালে তখন জল ছিল না৷ স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করেন৷ ৫০ জনের মতো যাত্রী কমবেশি আহত হয়েছেন৷ তাঁদের উদ্ধার করে বাগনান হাসপাতালে, পরে পাঁচজন যাত্রীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.