ছবি: প্রতীকী
সঞ্জিত ঘোষ, নদিয়া: নদিয়ায় বাস ও গাড়ির সংঘর্ষ। প্রাণ গেল ২ জনের। আহত বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, ফুলিয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহি বাস। একই সময়ে উলটোদিক থেকে একটি স্করপিও গাড়ি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগরে ৩৪ জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। আহত হন বাস ও গাড়ির যাত্রীরা। স্থানীয়রাই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই স্করপিও গাড়িতে থাকা দুইযাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও তাঁদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। কীভাবে ঘটল দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ক্রেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গাড়ি ও বাসটিকে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। প্রসঙ্গত, দুর্ঘটনা রুখতে প্রশাসনের তরফে লাগাতার প্রচার চালানো হচ্ছে। কিন্তু তাতেও সতর্ক হচ্ছে না আমজনতা। যার পরিণতি একের পর এক দুর্ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.