Advertisement
Advertisement
ময়ূরেশ্বর দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু ৩ গ্রামবাসীর

আহতদের সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Accident in Mayureshwar of Birbhum district, 3 died
Published by: Bishakha Pal
  • Posted:January 18, 2020 11:32 am
  • Updated:January 18, 2020 11:32 am  

নন্দন দত্ত, সিউড়ি: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর ব্লকের বাসুদেবপুর স্বাস্থ্য কেন্দ্রের সামনে। রাসায়নিক সার বোঝাই একটি লরি হঠাৎ ঢুকে পড়ে তিনটি চায়ের দোকানে। তাতেই মৃত্যু হল তিন গ্রামবাসীর। আহত ন’জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের প্রথমে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে পরে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাসুদেবপুর স্বাস্থ্যকেন্দ্রে সামনে সাঁইথিয়া থেকে লোকপুর যাওয়ার পথে একটি রাসায়নিক নাইট্রোজেন সার ভরতি ট্রাক ঢুকে পড়ে চায়ের দোকানে। সকাল ন’টা নাগাদ ট্রাকটির সামনের ডান দিকের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাসপালসা গ্রামের দুলাল শেখের। উল্লেখ্য বাসুদেবপুর ষাটপলসা এলাকার এই মোড়ে চায়ের দোকানগুলোতে জনসমাগম প্রায় সব সময় থাকে। তাই আচমকা দোকানে লরি ঢুকে পড়ার ফলে অনেকে আহত হন।

Advertisement

mayureshwar-accident

ছবি: সুশান্ত পাল

[ আরও পড়ুন: স্কুলপাঠ্যে বিজেপি নেতা মুকুল-শোভন! ইতিহাস বই নিয়ে ফের অস্বস্তিতে তৃণমূল ]

আহতদের মধ্যে দাসপালসা গ্রামের নূর আলি, খলিল শেখদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ৫ জন। এলাকায় দাবি শামসুল শেখ মইনউদ্দিন শেখ সহ আরও দু’জনের অবস্থা আশনকাজনক। এলাকার বাসিন্দা আলী হোসেন খান জানান, প্রত্যেকদিনের মত শনিবার সকালে চায়ের দোকানগুলোতে চা খাওয়ার ভিড় ছিল। সেই সময়ে পরপর তিনটি চায়ের দোকানে ঢুকে পড়ে লরিটি। তার ফলেই এই বিপত্তি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। প্রথমে তাঁদের সাঁইথিয়া হাসপাতালে ভরতি করা হয়। পরে তাঁদের স্থানান্তরিত করা হয় সিউড়ি সদর হাসপাতালে।

[ আরও পড়ুন: শালবনীতে হাতির তাণ্ডব, বাধা দিতেই আছড়ে মারল গজরাজ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement