প্রতীকী ছবি
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভরদুপুরে মর্মান্তিক দুর্ঘটনা। নাতিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। আহত খুদে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মহেশতলায় (Maheshtala)। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, মৃতের নাম পরিতোষ দেবনাথ। বয়স ৬২ বছর। মহেশতলার শান্তিনগর এলাকার বাসিন্দা তিনি। এদিন দুপুরে সাইকেলে নাতিকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। লরি ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন পরিতোষবাবু ও তাঁর নাতি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তড়িঘড়ি স্থানীয়দের একাংশ বৃদ্ধ ও খুদেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একদল ঘাতক গাড়িটিকে ধরে ফেলে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে গাড়ি ও চালককে আটক করে।
এদিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে। পায়ে সামান্য চোট পেয়েছে খুদে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, চালককে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক গাড়ির গতি কত ছিল। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলেও খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.