ধীমান রায়, কাটোয়া: মহরমের দিনে মর্মান্তিক দুর্ঘটনা। খঞ্জরের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman district) কেতুগ্রামে।
আজ অর্থাৎ মঙ্গলবার মহরম (Muharram)। রীতি মেনে রাজ্যের বিভিন্নপ্রান্তে শোভাযাত্রায় সামিল হন মুসলিম সম্প্রদায়ের পুরুষেরা। প্রত্যেকের হাতে থাকে চেন, যার সঙ্গে বাঁধা থাকে ছোট ছুরি। ছুরি-সহ এই চেন অর্থাৎ খঞ্জর দিয়ে নিজেদের শরীরে লাগাতার আঘাত করেন যুবকেরা। এদিন কেতুগ্রামেও বেরিয়েছিল মহরমের শোভাযাত্রা। তাতে ছিলেন বছর উনিশের সাহিরুল শেখ। তাঁর বাড়ি কেতুগ্রামের আনখোনা গ্রামের লেদুরিয়া পাড়ায়। কলকাতার একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন তিনি। মহরম উপলক্ষে কেতুগ্রামের বাড়ি ফিরেছিলেন। জানা গিয়েছে, শোভাযাত্রা চলাকালীন রীতি মেনে সাহিরুল খঞ্জরের ফলা দিয়ে নিজেকে আঘাত করছিলেন।
সেই সময় আচমকা রাস্তায় লুটিয়ে পড়েন সাহিরুল। সঙ্গীরা দেখেন, খঞ্জরির ফলা ঢুকে গিয়েছে সাহিরুলের বুকে, শরীর ভেসে যাচ্ছে রক্তে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন,” ঘটনাটি খুব মর্মান্তিক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” চিকিৎসকরা জানান, ধারালো ছুরি শরীরে ঢুকে ফুসফুস এফোড়-ওফোড় হয়ে যায়। সেই কারণেই এই পরিণতি। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.