প্রতীকী ছবি।
মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ছাই বোঝাই ডাম্পারের চাকায় পিষে মৃত্যু এক পথচারীর। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার (Howrah) আমতার পাত্রপোশ এলাকা। তিনটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়েন স্থানীয়রা। উর্দিধারীদের লক্ষ্য করে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে হাওড়ার জলচক এলাকার বাসিন্দা দেবু বর (৩০) রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। তিনি পড়ে গেলে ডাম্পারটি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবুর। এরপরই স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা দিয়ে আসতে থাকা তিনটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এদিকে পথ অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে যায় আমতা থানার পুলিশ। পরে যায় রাজাপুর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনতে যায় দমকলের ইঞ্জিন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে নামানো হয় র্যাফ। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা। প্রথমে বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ। তাতে লাভ না হওয়ায় লাঠিচার্জ করা হয়। টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। এ ঘটনায় দীর্ঘক্ষণ ধরে স্তব্ধ হয়ে পড়ে আমতা-উলুবেড়িয়া রুটের যান চলাচল। এদিকে হঠাৎ করে এলাকা অগ্নিগর্ভ হয়ে যাওয়ায় দোকানপাট ঝটপট করে বন্ধ করে দেন দোকানিরা। পথচারী, বাইক আরোহী ও সাইকেল আরোহীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। অনেকে রাস্তার মধ্যেই সাইকেল ফেলে রেখে ছুটে পালান। ঘটনায় এদিন সন্ধে পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকে আমতা-উলুবেড়িয়া রোডে। এখনও থমথমে এলাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.