Advertisement
Advertisement
Howrah

চতুর্থীতে হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাইক আরোহীকে টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলকার!

আতঙ্কে পড়ুয়ারা।

Accident in Howrah, one person injured

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 7, 2024 2:51 pm
  • Updated:October 7, 2024 6:06 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: চতুর্থীর দুপুরে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা পড়ুয়া ভর্তি পুলকারে ধাক্কা বাইকের। এক বাইক আরোহীকে টেনেহিঁচড়ে নিয়ে গেল গাড়িটি। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই প্রৌঢ়। এদিনের ঘটনায় আতঙ্কে পড়ুয়ারা।

জানা গিয়েছে, আহতের নাম স্বপনকুমার মাঝি। বয়স ৫৩ বছর। সোমবার সকালে হাওড়ার বাসিন্দা ওই প্রৌঢ় ছেলের সঙ্গে জুতো কিনতে গিয়েছিলেন। ফেরার সময় ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবাসী মোড়ের আগে মহাত্মাগান্ধী রোডে হাওড়া সড়ক সদনের সামনে একটি পুলকারে ধাক্কা দেয় বাইকটি। তখনই স্বপনবাবু রাস্তায় পড়ে যান। এর পর ওই পুলকারটি টেনেহিঁচড়ে বেশ কিছুটা নিয়ে যায় স্বপনবাবুকে। স্থানীয়রা দেখা মাত্র উদ্ধার করা হয় তাঁকে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

চতুর্থীর সকালে এই ঘটনায় প্রবল শোরগোল হাওড়ায়। পুলকারের তরফে খবর দেওয়া হয় স্কুলে। অন্যগাড়ি পাঠিয়ে পড়ুয়াদের উদ্ধার করা হয়। চোখের সামনে এই দুর্ঘটনা দেখে আতঙ্কে কাঁটা খুদেরা। এদিকে বাইকে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement