Advertisement
Advertisement

Breaking News

Hooghly

মেয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা, গুড়াপে মৃত ৩

বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা।

Accident In Gurap, 3 person died | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 27, 2023 12:08 pm
  • Updated:June 27, 2023 1:30 pm  

সুমন করাতি, হুগলি: ভোররাতে ভয়ংকর দুর্ঘটনা। হুগলির (Hooghly) গুড়াপে মৃত্যু হল ৩ জনের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মৃতেরা আদতে বর্ধমানের বাসিন্দা। মেয়ের কাছে বেঙ্গালুরুতে গিয়েছিলেন তাঁরা। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। এরপর গাড়িতে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে বর্ধমানে ফিরছিলেন তাঁরা। হুগলির গুড়াপে মজিনান ব্রিজের কাছে ঘটে দুর্ঘটনা। একটি লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। এরপর ওই চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে আরও একটি গাড়ি। দুটি গাড়ির মাঝে আটকে পড়ে ছোট গাড়িটি। চুরমার হয়ে যায় গাড়িটি।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আবহে এলাকা উত্তপ্ত হতেই ‘ডিগবাজি’? পুরুলিয়ায় সদলবলে তৃণমূলে ২ সিপিএম প্রার্থী]

বিষয়টি দেখতে পেয়ে প্রথমেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানা ও বর্ধমানের জামালপুর থানায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগানোর চেষ্টা করে পুলিশ। তবে গাড়িতে যাত্রীরা এমনভাবে আটকে পড়ে ছিলেন যে গাড়ি কেটে দেহ বের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণও এখনও স্পষ্ট নয়।

 

[আরও পড়ুন: ভোটের আবহে এলাকা উত্তপ্ত হতেই ‘ডিগবাজি’? পুরুলিয়ায় সদলবলে তৃণমূলে ২ সিপিএম প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement