শ্রীকান্ত পাত্র, ঘাটাল: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রীর গাড়ি৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঘাটালের দাসপুরের জগন্নাথপুরের ঘাটাল-পাঁশকুড়া ৪ নম্বর রাজ্য সড়কে৷ জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি পড়ে যায় রাজ্য সড়কের পাশের নয়ানজুলিতে৷ ঘটনায় মৃত্যু হয় তিন জনের৷ যাদের মধ্যে বাবা-মেয়ে ও গাড়ির চালক রয়েছেন৷ পুলিশের অনুমান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন৷ তাই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে৷
[বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, দ্বার রুদ্ধ কালবৈশাখীর ]
জানা গিয়েছে, হাওড়ার কদমতলায় বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল ওই গাড়িটি৷ ফেরার সময় রাত সাড়ে বারোটা নাগাদ হঠাৎই ঘাটাল-পাঁশকুড়া ৪ নম্বর রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় গাড়িটি৷ প্রথমে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের কালভার্টে৷ এরপর কালভার্টের রেলিং ভেঙে পড়ে যায় রাজ্য সড়কের পাশের নয়ানজুলিতে৷ ঘটনায় মৃত্যু হয় তিন জনের৷ মৃতরা হলেন, সুশীল দাস, বয়স ৫৯৷ তাঁর মেয়ে মৌমিতা দাস, বয়স ২৫৷ এবং গাড়ির চালক সুব্রত দে, বয়স ৪০৷ মৃতদের পরিজনরা জানিয়েছেন, মৃত সুশীল দাস ও মৌমিতা দাসের বাড়ি ঘাটালের কোন্নগর এলাকায়৷ সুশীল দাসের মার্বেলের ব্যবসা রয়েছে৷ এবং মৌমিতা দাস গত বছরই সেখানকার মহকুমা হাসপাতালে নার্সের চাকরি পান৷
[বুনিয়াদপুরের হোটেলে মধুচক্র, আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুগল]
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই স্করপিও গাড়ির পিছনেই ছিল বরযাত্রী বোঝাই বাস৷ দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করেন বরযাত্রীর লোকেরাই৷ এরপর ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ৷ তাঁদের নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশের অনুমান, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন৷ সেকারণেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি৷ তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে৷ সেই রিপোর্ট এলেই দুর্ঘটনার কারণ স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ৷
ছবি: সুকান্ত চক্রবর্তী
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.