Advertisement
Advertisement

Breaking News

Birbhum

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাইকের, মৃত বীরভূমের দুই স্বাস্থ্যকর্মী

হাসপাতালে ভরতি এক চিকিৎসক।

Accident in Birbhum, 2 people died | Sangbad Pratidin

আহত চিকিৎসক।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 14, 2021 12:16 pm
  • Updated:December 14, 2021 12:17 pm  

নন্দন দত্ত, বীরভূম: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল দুজনের। গুরুতর জখম এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সিউড়ির হনুমান মন্দির সংলগ্ন এলাকায়। আহত চিকিৎসক ভরতি কলকাতার পিজি হাসপাতালে।

আহত চিকিৎসক।

জানা গিয়েছে,  চিকিৎসক শুভদ্বীপ ঘোষ, সিউড়ির বেসরকারি হাসপাতালের আইসিসিইউয়ের টেকনিশিয়ান কাঞ্চন চক্রবর্তী ও অন্য কর্মী সৌম্যদ্বীপ শর্মা সোমবার রাত প্রায় পৌনে একটা নাগাদ বাইকে করে বেরিয়েছিলেন হাসপাতাল থেকে। সেই সময় ১ এর পল্লি হনুমান মন্দির এলাকায় ঘটে দুর্ঘটনা। আচমকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় দেয় বাইকটি। শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়রা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্য হয় একজনের। গুরুতর জখম বাকি দুজনকে নিয়ে যাওয়া হয় সিউড়ির হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও একজনের। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে পাঠানো হয় চিকিৎসক শুভদ্বীপকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: জল্পনার অবসান, মেয়াদ ফুরনোর আগেই পদ থেকে ইস্তফা দুর্গাপুরের মেয়রের]

কীভাবে ঘটল দুর্ঘটনা? স্থানীয়দের দাবি, মদ্যপ ছিলেন ওই বাইকের তিনজনই। সত্যিই কি তাঁরা মদ্যপ ছিলেন? কীভাবে ঘটল দুর্ঘটনা? বাইকের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি? দুর্ঘটনার সময় গতিবেগ কত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহদুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে তাঁরা আদৌ মদ্যপ ছিলেন কি না। সৌমদ্বীপ ও কাঞ্চনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

[আরও পড়ুন: লিলুয়ায় মোমবাতির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন আয়ত্তে আনতে নাজেহাল দমকল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement