Advertisement
Advertisement

Breaking News

Kali Puja

কালী ঠাকুর দেখে ফেরার পথে লরিতে বাইকের ধাক্কা, মৃত্যু বাবা-ছেলের

হাসপাতালে চিকিৎসাধীন আরও ২।

Accident in Badga, 2 person died | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 15, 2023 9:39 am
  • Updated:November 15, 2023 9:39 am  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কালী ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু বাবা ও ছেলের। আহত আরও ২ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগদার (Bagda) রামনগরের দর্গাতলা এলাকায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃতদের নাম তাপস হালদার (৩২) ও তাঁর ছেলে রনি হালদার (৯)। বাগদার রামনগর মামাভাগ্না বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা তাঁরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কালী পুজো উপলক্ষে তাপসবাবু স্ত্রী ও ছেলেকে নিয়ে বাগদার মেহেরানিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। ঠাকুর দেখে বাইকে করে স্ত্রী, ছেলে ও শালীকে সঙ্গে নিয়ে ফিরছিলেন তাপস। দর্গাতলা এলাকায় রাস্তার পাশে একটি লরি খারাপ অবস্থায় সকাল থেকে দাঁড়িয়েছিল। বাইক দ্রুতগতিতে থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরির পিছনে ধাক্কা মারে। গুরুতর আহত হন বাইকে থাকা চারজনই।

Advertisement

[আরও পড়ুন: জলের ড্রাম খুলতেই বেরিয়ে এল মহিলার পচাগলা দেহ, বাড়ি ভাড়া দিয়ে বিপাকে বাগুইআটির চিকিৎসক]

স্থানীয়রাই তড়িঘড়ি তাঁদের উদ্ধার বাগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাপস ও রনিকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী অপর্না ও শালী স্বস্তিকাকে বনগাঁ মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তারা দুজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তাপস উত্তরপ্রদেশে থাকেন। পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন।

[আরও পড়ুন: দলে ‘তরুণ তুর্কি’র বড়ই অভাব! ‘ডিজিটাল সৈনিকে’র খোঁজে বঙ্গ সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement