সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার অশোকনগর। পুলিশের গাড়ি ও একটি সরকারি বাসে চলল ভাঙচুর। সকাল থেকে নৈহাটি-হাবড়া রোডে অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। শেষ খবর অনুযায়ী, দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অবরোধ চলছে। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
[ কোটি টাকার সুপারি পাচারের অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার ৪]
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। অশোকনগরের জিরাট রোডে একটি বাইককে পিছন থেকে সজোরে ধাক্কা মারে সিলিন্ডার বোঝাই একটি লরি। ঘটনাস্থলেই মারা যান বছর সাতাশের এক যুবক। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জিরাট রোডে অত্যন্ত বেপোরোয়া ভাবে গাড়ি চলাচল করে। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূর, উলটে সকালে জিরাট রোডে গাড়ি থামিয়ে তোলা আদায় করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরাই। মঙ্গলবার সকালেও ঘাতক লরিটিকে থামিয়ে তোলা আদায়েরই চেষ্টা করছিল পুলিশ। লরির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন চালক। আর তখনই সামনে চলে আসে বাইকটি, ঘটে দুর্ঘটনা। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন বাইকের আরোহী। এদিকে দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ মৃতদেহটি রাস্তায় পড়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।
দুর্ঘটনার খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তখন ক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর শুরু হয়ে যায় পুলিশের গাড়িতে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসেও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এখনও পর্যন্ত যা খবর, দুর্ঘটনার প্রতিবাদে সকাল থেকে হাবড়া-নৈহাটি রোড অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।
[ ঝাড়গ্রামে জঙ্গলে আগুন, মহকুমা শাসকের কাছে ডেপুটেশন স্থানীয়দের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.