Advertisement
Advertisement

Breaking News

Islampur

ইসলামপুরে ভয়াবহ দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়ি উলটে মৃত ভাই-বোন

গুরুতর জখম এক শিশু-সহ ৪।

Accident at North Dinajpur's Islampur, 2 person died
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 21, 2024 12:04 pm
  • Updated:March 21, 2024 12:26 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, ফেরার পথে দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়ি উলটে মৃত ভাই-বোন। গুরুতর জখম এক শিশু-সহ ৪। ইসলামপুর (Islampur) হাসপাতাল চিকিৎসা চলছে আহতদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

জানা গিয়েছে, জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত সরকার। স্ত্রী রত্না সরকার, তিনবছরের ছেলে, শ্যালক মানিকলাল সরকার ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। বুধবার রাতে রায়গঞ্জ স্টেশনে নামেন তাঁরা। সেখান থেকে গাড়িতে যাচ্ছিলেন জলপাইগুড়ির দিকে। ১২ নম্বর জাতীয় সড়কে ইসলামপুর থানার পেলিভিটা বাইপাসে ঘটে দুর্ঘটনা।

Advertisement

[আরও পড়ুন: ২৪ ঘণ্টা পার, অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি]

গার্ডওয়ালে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। আটকে পড়েন ২ জন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন মোট ৬ জনকে। তাঁদের মধ্যে মৃত মানিকলাল সরকার ও রত্না সরকার। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন। মৃত রত্নাদেবীর স্বামী জানান, তাঁর শ্যালক গাড়ি চালাচ্ছিলেন। তিনি বরাবরই ভালো গাড়ি চালান। কিন্তু কীভাবে কী হল তা বুঝতে পারছেন না। একই সঙ্গে পরিবারের ২ সদস্যের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিবার।

[আরও পড়ুন: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement