Advertisement
Advertisement

Breaking News

Accident

মর্মান্তিক! রাতভর ঠাকুর দেখে ভোরে ফেরার সময় বাইক দুর্ঘটনায় মৃত ২ ভাই

বাইকের সঙ্গে বাসের সংঘর্ষে দুর্ঘটনা।

Accident at Maldah, two brothers died while returning from pandal hopping

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:October 23, 2023 12:00 pm
  • Updated:October 23, 2023 12:18 pm  

বাবুল হক, মালদহ: পুজোর বাংলায় মর্মান্তিক দুর্ঘটনা। অষ্টমীতে রাতভর ঠাকুর দেখার পর বাড়ি ফেরার পথে সাক্ষাৎ মৃত্যুর মুখে পড়লেন ২ ভাই। বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু (Death) হল তাঁদের। মালদহের (Maldah) মহাদেবপুরের রামপাড়া এলাকার ঘটনায় নিমেষেই উৎসবের রেশ ছারখার হয়ে গেল। ভোরে ছেলেদের নিথর দেহ ফিরতে দেখে শোকে পাথর পরিবারের সদস্যরা।

পুরাতন মালদহের (Old Maldah) ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দা অভিষেক হালদার। অষ্টমীতেই নতুন বাইকে কিনেছিলেন। আর সেই বাইকে চড়ে মামাতো ভাই সুজনকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন পুজো অষ্টমীর রাতে।  পুরাতন মালদহের বিভিন্ন মণ্ডপে ঘুরে বেরিয়েছেন তাঁরা। এর পর ভোরে ফেরার পথে মালদহ-নালাগোলা রাজ্য সড়কের উপর উল্টোদিক থেকে আসা একটি বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলে সুজনের মৃত্য়ু হয়। 

Advertisement

[আরও পড়ুন: বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে যথেচ্ছ ফিজ নয়, নিয়ম বেঁধে দিল রাজ্য]

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিষেককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি।  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত অভিষেকের বয়স ২৭ বছর, সুজন ২২ বছরের। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না। আর তার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বাইকের গতি বেশি ছিল কি না, তা বলতে পারেননি কেউ। তরতাজা দুই যুবকের মৃত্যুতে  উৎসবের দিনে আনন্দ নিমেষে বদলে শোকে। ঘাতক বাসটিকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।  

[আরও পড়ুন: অনুরাগের হাতে হাত, নাড্ডার পাশে বসে বিশ্বকাপে মজে কংগ্রেসের মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement