সুব্রত বিশ্বাস: আচমকা ভেঙে পড়ল উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ট্রেনে। বরাতজোড়ে প্রাণে বাঁচলেন যাত্রীরা। প্রায় ঘণ্টা দেড়েকের জন্য থমকে থাকে ট্রেন।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শিয়ালদহ থেকে রওনা দেয় উত্তরবঙ্গ এক্সপ্রেস। মাঝপথে হঠাৎই শব্দ। বি ২ কামরায় ভেঙে পড়ে সিলিং এসি। হইচই শুরু হয় কামরা জুড়ে। যেখানে এসিটি ভেঙে পড়ে তার উলটো দিকেই ছিলেন এক বৃদ্ধা। বরাতজোড়ে প্রাণে বেঁচে যান তিনি। ঘটনার জেরে থমকে যায় ট্রেন। এক যাত্রী এক্স হ্যান্ডেলে জানান গোটা বিষয়টা।
এদিকে একই রাতে শিয়ালদহে রুপোর গহনা-সহ দুই যাত্রীকে গ্রেপ্তার করে আরপিএফ। দক্ষিণ শাখার ধামুয়া থেকে কলকাতার গড়ানহাটায় যাচ্ছিলেন আদর্শ দাস ও দীপেন্দু মণ্ডল। দুজনের কাছের ব্যাগ থেকে সাড়ে আঠারো কিলো রুপোর গহনা আটক করে আরপিএফ। দু কোটি টাকার অলংকার থাকলেও তার তথ্য প্রমাণ না থাকায় সেগুলি আটক করে জিএসটি বিভাগের হাতে তুলে দেওয়া হয়। আরপিএফের আইজি পরমশিব বলেন, মূলত আয়কর ফাঁকি দেওয়ার চেষ্টাতে এই পথ গ্রহণ করেন ব্যবসায়ীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.