ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: গত কয়েকদিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে এসি খারাপ হয়ে গিয়েছে। মর্গে থাকা বেওয়ারিশ মৃতদেহগুলিতে পচন শুরু হয়েছে। আর তার দুর্গন্ধে রোগী থেকে তাদের আত্মীয় পরিজন এমনকি ডাক্তার, নার্স হাসপাতাল চত্বরে থাকতে পারছেন না। বারবার অভিযোগ করার পরেও কোন কাজ হচ্ছে না বলেও অভিযোগ। তাই বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় পরিজনেরা।
বোলপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ১৩টি বেওয়ারিশ মৃতদেহ পড়ে আছে। এসি থাকার জন্য কোন সমস্যা ছিল না। কিন্তু গত সপ্তাহে এসি খারাপ হয়ে যায় এবং মৃতদেহে পচন ধরে। তারপরেই হাসপাতাল চত্বরে দুর্গন্ধে ভরে যায়। এই বিষয়ে বোলপুর মহকুমা হাসপাতলের ভারপ্রাপ্ত সুপার দ্বীপ্তেন্দু দত্ত বলেন, “মর্গে ১৩টি মৃতদেহ রয়েছে। এসি খারাপ হয়ে গিয়েছে। এই বিষয়ে পুলিশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু মৃতদেহ না সরালে এসি সারাতে কেউ যাবেন না বলে সার্ভিসিং সেন্টার থেকে জানিয়ে দেওয়া হয়। তার ফলে সমস্যায় পড়েছি।”
দুর্গন্ধ আর সহ্য করতে পারছেন না চিকিৎসক, নার্স থেকে রোগী এবং রোগীর পরিবারের লোকজনেরাও। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানান তাঁরা। তবে কোনও লাভ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.