ফাইল চিত্র।
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আগামী ২১ ও ২২ মে পুরুলিয়ায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগেই আন্দোলনকারী আদিবাসী কুড়মি সমাজ জানিয়ে রাখল, অভিষেকের সামনেই প্রতিবাদ জানাবেন তাঁরা।
তিনদিনের প্রাথমিক কর্মসূচির কথা থাকলেও এই জেলায় দু’দিনে কর্মসূচি শেষ করা হবে। দু’দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) মোট ন’টি রোড শো , দু’টি জনসভা ও দু’টি অধিবেশন করবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। ৪০০ কিমির বেশি এই জনসংযোগ যাত্রায় জেলার ২০টি ব্লকের মধ্যে ১৬ টি ব্লক ছুঁয়ে যাবেন তিনি। সবে মিলিয়ে এই কর্মসূচিকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছেন জেলার তৃণমূল নেতা-কর্মীরা। এমনকী সাধারণ মানুষজনদের মধ্যেও একটা আলাদা উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। জেলার মানুষজনের আশা, তাঁর জনসংযোগ যাত্রায়, অনেক সমস্যারই মুশকিল আসান হবে। এই আশাতেই অপেক্ষা বনমহল পুরুলিয়ার।
তবে অভিষেকের পুরুলিয়া সফরের আগে কুড়মিদের গলায় উলটো সুর। আদিবাসী কুড়মি সমাজের প্রধান অজিতপ্রসাদ মাহাতো বলে দেন, “অভিষেক যে পথ দিয়ে জনসংযোগ যাত্রা করবেন, সেখানে কুড়মির কর্মী-সমর্থকরা পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত থাকবেন। আমাদের দাবি জানিয়ে প্রতিবাদ করব। কারণ আমাদের আদিবাসী তালিকাভুক্ত করার যে দাবি, তার কমেন্ট ও জাস্টিফিকেশন সঠিক ভাবে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়নি।” তিনি চান, কুড়মিদের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক তৃণমূল সরকার। নাহলে তাঁদের আন্দোলন চলবে। এবার দেখা, অভিষেক পুরুলিয়ায় পা রাখলে আন্দোলনের জল কোন দিকে গড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.