Advertisement
Advertisement

Breaking News

Abhishesk Banerjee

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ২১ মে পুরুলিয়ায় অভিষেক, প্রতিবাদের প্রস্তুতি কুড়মি সমাজের

মোট ন'টি রোড শো, দু'টি জনসভা ও দু'টি অধিবেশন করবেন অভিষেক বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।

Abhishesk Banerjee to visit Purulia on May 21 to attend 'Trinamool e Nabajuar' | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Sulaya Singha
  • Posted:May 15, 2023 5:21 pm
  • Updated:May 15, 2023 5:21 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আগামী ২১ ও ২২ মে পুরুলিয়ায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগেই আন্দোলনকারী আদিবাসী কুড়মি সমাজ জানিয়ে রাখল, অভিষেকের সামনেই প্রতিবাদ জানাবেন তাঁরা।

তিনদিনের প্রাথমিক কর্মসূচির কথা থাকলেও এই জেলায় দু’দিনে কর্মসূচি শেষ করা হবে। দু’দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) মোট ন’টি রোড শো , দু’টি জনসভা ও দু’টি অধিবেশন করবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। ৪০০ কিমির বেশি এই জনসংযোগ যাত্রায় জেলার ২০টি ব্লকের মধ্যে ১৬ টি ব্লক ছুঁয়ে যাবেন তিনি। সবে মিলিয়ে এই কর্মসূচিকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছেন জেলার তৃণমূল নেতা-কর্মীরা। এমনকী সাধারণ মানুষজনদের মধ্যেও একটা আলাদা উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। জেলার মানুষজনের আশা, তাঁর জনসংযোগ যাত্রায়, অনেক সমস্যারই মুশকিল আসান হবে। এই আশাতেই অপেক্ষা বনমহল পুরুলিয়ার।

Advertisement

[আরও পড়ুন: স্থায়ী উপাচার্য নিয়োগে অডিন্যান্স জারি রাজ্যের, এবার সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি]

তবে অভিষেকের পুরুলিয়া সফরের আগে কুড়মিদের গলায় উলটো সুর। আদিবাসী কুড়মি সমাজের প্রধান অজিতপ্রসাদ মাহাতো বলে দেন, “অভিষেক যে পথ দিয়ে জনসংযোগ যাত্রা করবেন, সেখানে কুড়মির কর্মী-সমর্থকরা পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত থাকবেন। আমাদের দাবি জানিয়ে প্রতিবাদ করব। কারণ আমাদের আদিবাসী তালিকাভুক্ত করার যে দাবি, তার কমেন্ট ও জাস্টিফিকেশন সঠিক ভাবে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়নি।” তিনি চান, কুড়মিদের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক তৃণমূল সরকার। নাহলে তাঁদের আন্দোলন চলবে। এবার দেখা, অভিষেক পুরুলিয়ায় পা রাখলে আন্দোলনের জল কোন দিকে গড়ায়।

[আরও পড়ুন: ‘ভেঙে পড়বেন না, পাশে আছি’, প্রাথমিকে ৩৬ হাজার চাকরিহারার জন্য আইনি লড়াইয়ের বার্তা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement